ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

আট মিনিট উড়ল প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন

  • আপডেট সময় : ১০:৪১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : উদ্বোধনী ফ্লাইটে টানা আট মিনিট আকাশে উড়েছে বিশ্বের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন ‘অ্যালিস’। ২০২৭ সাল নাগাদ বাণিজ্যিকভাবে এ উড়োজাহাজ বিক্রির পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এর নির্মাতারা।
গত মঙ্গলবার ওয়াশিংটনের গ্র্যান্ট কাউন্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উদ্বোধনী যাত্রায় ওড়ে অ্যালিস। আট মিনিটের ফ্লাইটে প্লেনটি তিন হাজার পাঁচশ ফুট উচ্চতায় পৌঁছেছিল বলে জানিয়েছে সিএনএন।
অ্যালিসের উদ্বোধনী ফ্লাইটকে ‘ঐতিহাসিক’ ঘটনা হিসেবে বর্ণনা করে ইসরায়েলি নির্মাতা কোম্পানি ‘ইভিয়েশন এয়ারক্র্যাফট’-এর প্রধান নির্বাহী গ্রেগরি ডেভিস বলেন, “পিস্টন ইঞ্জিন থেকে টার্বাইন ইঞ্জিনে যাওয়ার পর উড়োজাহাজের প্রোপালশন প্রযুক্তিতে কোনো পরিবর্তন দেখিনি আমরা। সেটাও ছিল ১৯৫০-এর দশকের ঘটনা এবং সেবারই এমন আনকোড়া নতুন কোনো প্রযুক্তিকে আমরা এভাবে কার্যকর হতে দেখেছিলাম।”
সিএনএন জানিয়েছে, অ্যালিসের ব্যাটারি প্রযুক্তি বিদ্যুৎচালিত গাড়ির মতই; ৩০ মিনিটের চার্জে নয়জন যাত্রী নিয়ে এক ঘণ্টা আকাশে উড়তে পারবে প্লেনটি। আর ব্যাটারিতে শতভাগ চার্জ থাকলে ঘণ্টায় ২৮৭ মাইল গতিতে ৪৪০ নটিক্যাল মাইল উড়তে পারবে অ্যালিস। সে তুলনায়, বাজারে বহুল ব্যবহৃত যাত্রীবাহী প্লেন বোয়িং ৭৩৭ এর গড় গতি ঘণ্টায় ৫৮৮ মাইল।
২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই অ্যালিস নিয়ে প্রচার চালাচ্ছে ইভিয়েশন। মঙ্গলবারের ফ্লাইট থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে কোম্পানি। ২০২৭ সাল নাগাদ প্লেনটি ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোলেও নকশায় আরও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ইভিয়েশন। ডেভিস জানিয়েছেন, উদ্বোধনী ফ্লাইট থেকেই কয়েক টেরাবাইট ডেটা সংগ্রহ করেছে অ্যালিসে থাকা ‘ডেটা অ্যাকুইজিশন সিস্টেম’। ওই ডেটার ভিত্তিতে আকাশে অ্যালিসের পারফর্মেন্সের সঙ্গে ইভিয়েশনের আগের মডেল ও বিশ্লেষণের তুলনা করতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে। “তখন আমরা বুঝতে পারব যে এর পরে আমাদের কী করতে হবে,” বলেন তিনি।
২০২৫ সালের মধ্যে অ্যালিস যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’-এর অনুমোদন পাবে বলে আশা করছে এর নির্মাতা কোম্পানি। অনুমোদন পাওয়ার দু-এক বছরের মধ্যেই ক্রেতাদের হাতে বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন পৌঁছে দিতে চায় ইভিয়েশন। সিএনএন জানিয়েছে, এখন পর্যন্ত অ্যালিসের তিনটি সংস্করণের প্রোটোটাইপ বানিয়েছে ইভিয়েশন। যাত্রীবাহী সংস্করণটি ছাড়াও একটি ‘এক্সিকিউটিভ’ সংস্করণ এবং কার্গোবাহী সংস্করণ রয়েছে এর মধ্যে। যাত্রীবাহী সংস্করণটি দুই পাইলট ছাড়াও নয়জন যাত্রী এবং ৮৫০ পাউন্ড কার্গো বহনে সক্ষম। আর অ্যালিসের এক্সিকিউটিভ সংস্করণে যাত্রীদের জন্য আসন আছে ছয়টি। ২০২১ সালেই উদ্বোধনী ফ্লাইটে আকাশে ওড়ার কথা ছিল অ্যালিসের। কিন্তু বৈরি আবহাওয়া আর কোম্পানির শীর্ষ কর্মকর্তার পদে আকস্মিক পরিবর্তনে পিছিয়ে গিয়েছিল সেই ফ্লাইট। তবে, ইতোমধ্যেই প্লেনটি নিজস্ব সেবায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে একাধিক এয়ারলাইন কোম্পানি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা

আট মিনিট উড়ল প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন

আপডেট সময় : ১০:৪১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : উদ্বোধনী ফ্লাইটে টানা আট মিনিট আকাশে উড়েছে বিশ্বের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন ‘অ্যালিস’। ২০২৭ সাল নাগাদ বাণিজ্যিকভাবে এ উড়োজাহাজ বিক্রির পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এর নির্মাতারা।
গত মঙ্গলবার ওয়াশিংটনের গ্র্যান্ট কাউন্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উদ্বোধনী যাত্রায় ওড়ে অ্যালিস। আট মিনিটের ফ্লাইটে প্লেনটি তিন হাজার পাঁচশ ফুট উচ্চতায় পৌঁছেছিল বলে জানিয়েছে সিএনএন।
অ্যালিসের উদ্বোধনী ফ্লাইটকে ‘ঐতিহাসিক’ ঘটনা হিসেবে বর্ণনা করে ইসরায়েলি নির্মাতা কোম্পানি ‘ইভিয়েশন এয়ারক্র্যাফট’-এর প্রধান নির্বাহী গ্রেগরি ডেভিস বলেন, “পিস্টন ইঞ্জিন থেকে টার্বাইন ইঞ্জিনে যাওয়ার পর উড়োজাহাজের প্রোপালশন প্রযুক্তিতে কোনো পরিবর্তন দেখিনি আমরা। সেটাও ছিল ১৯৫০-এর দশকের ঘটনা এবং সেবারই এমন আনকোড়া নতুন কোনো প্রযুক্তিকে আমরা এভাবে কার্যকর হতে দেখেছিলাম।”
সিএনএন জানিয়েছে, অ্যালিসের ব্যাটারি প্রযুক্তি বিদ্যুৎচালিত গাড়ির মতই; ৩০ মিনিটের চার্জে নয়জন যাত্রী নিয়ে এক ঘণ্টা আকাশে উড়তে পারবে প্লেনটি। আর ব্যাটারিতে শতভাগ চার্জ থাকলে ঘণ্টায় ২৮৭ মাইল গতিতে ৪৪০ নটিক্যাল মাইল উড়তে পারবে অ্যালিস। সে তুলনায়, বাজারে বহুল ব্যবহৃত যাত্রীবাহী প্লেন বোয়িং ৭৩৭ এর গড় গতি ঘণ্টায় ৫৮৮ মাইল।
২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই অ্যালিস নিয়ে প্রচার চালাচ্ছে ইভিয়েশন। মঙ্গলবারের ফ্লাইট থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে কোম্পানি। ২০২৭ সাল নাগাদ প্লেনটি ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোলেও নকশায় আরও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ইভিয়েশন। ডেভিস জানিয়েছেন, উদ্বোধনী ফ্লাইট থেকেই কয়েক টেরাবাইট ডেটা সংগ্রহ করেছে অ্যালিসে থাকা ‘ডেটা অ্যাকুইজিশন সিস্টেম’। ওই ডেটার ভিত্তিতে আকাশে অ্যালিসের পারফর্মেন্সের সঙ্গে ইভিয়েশনের আগের মডেল ও বিশ্লেষণের তুলনা করতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে। “তখন আমরা বুঝতে পারব যে এর পরে আমাদের কী করতে হবে,” বলেন তিনি।
২০২৫ সালের মধ্যে অ্যালিস যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’-এর অনুমোদন পাবে বলে আশা করছে এর নির্মাতা কোম্পানি। অনুমোদন পাওয়ার দু-এক বছরের মধ্যেই ক্রেতাদের হাতে বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন পৌঁছে দিতে চায় ইভিয়েশন। সিএনএন জানিয়েছে, এখন পর্যন্ত অ্যালিসের তিনটি সংস্করণের প্রোটোটাইপ বানিয়েছে ইভিয়েশন। যাত্রীবাহী সংস্করণটি ছাড়াও একটি ‘এক্সিকিউটিভ’ সংস্করণ এবং কার্গোবাহী সংস্করণ রয়েছে এর মধ্যে। যাত্রীবাহী সংস্করণটি দুই পাইলট ছাড়াও নয়জন যাত্রী এবং ৮৫০ পাউন্ড কার্গো বহনে সক্ষম। আর অ্যালিসের এক্সিকিউটিভ সংস্করণে যাত্রীদের জন্য আসন আছে ছয়টি। ২০২১ সালেই উদ্বোধনী ফ্লাইটে আকাশে ওড়ার কথা ছিল অ্যালিসের। কিন্তু বৈরি আবহাওয়া আর কোম্পানির শীর্ষ কর্মকর্তার পদে আকস্মিক পরিবর্তনে পিছিয়ে গিয়েছিল সেই ফ্লাইট। তবে, ইতোমধ্যেই প্লেনটি নিজস্ব সেবায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে একাধিক এয়ারলাইন কোম্পানি।