প্রত্যাশা ডেস্ক : আটলান্টিক মহাসাগরে আফ্রিকা থেকে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় নৌকায় থাকা ৫৩ জনের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল সেখান থেকে এক নারীকেই শুধু জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের প্রায় ২২০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে এই ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের।
স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, ওই নৌকাটি এক সপ্তাহ আগে ৫৩ জন অভিবাসী এবং শরণার্থী নিয়ে আফ্রিকা থেকে ছেড়ে এসেছিল। খবরে বলা হয়েছে, একটি বাণিজ্যিক জাহাজ নৌকাটিকে ডুবে যেতে দেখে। তারপর তারা স্পেনের জরুরি সার্ভিসকে সতর্ক করে। তারা ঘটনাস্থলে এসে এক নারীকে জীবিত দেখতে পান। নাম প্রকাশে অনিচ্ছুক উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা বলেন, ওই নারী ডুবন্ত নৌকাটিকে ধরে ছিলেন। এসময় তার পাশে একজন মৃত পুরুষ ও একজন মৃত নারী ছিল। উদ্ধারের পর ওই নারীকে আকাশপথে লাস পালমাসের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। ওই হাসপাতালটি গ্রান কানারিয়া দ্বীপে অবস্থিত। উদ্ধার হওয়া ওই নারী জানিয়েছেন, পশ্চিম সাহারার উপকূল থেকে ওই নৌকাটি ছেড়ে আসে। আর নৌকায় থাকা আরোহীরা আইভরি কোস্টের বাসিন্দা। আফ্রিকার পশ্চিম উপকূল এবং স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জকে আলাদা করা আটলান্টিকে প্রায় নৌকা ডুবে অভিবাসী এবং শরণার্থীদের মৃত্যু হয়। কিন্তু কত নৌকা এভাবে ডুবে যায় এবং কত শরণার্থীর সলিল সমাধি হয় তা নিরূপণ করা কঠিন।
আটলান্টিকে সলিল সমাধি ৫২ জনের, প্রাণে বাঁচলেন এক নারী
ট্যাগস :
আটলান্টিকে সলিল সমাধি ৫২ জনের
জনপ্রিয় সংবাদ