ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

আটলান্টায় ‘জাদু’ দেখাবেন সাকিব

  • আপডেট সময় : ০১:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন। তাকে দলে টেনেছে আটলান্টা ফায়ার।

২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার্স ড্রাফট হয়েছে আগেই। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ৩৮ বছর বয়সী সাকিবকে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড প্লেয়ার হিসেবে নিয়েছে আটলান্টা।

ফেসবুক পেজে আটলান্টা লিখেছে, ‘আমরা রোমাঞ্চ নিয়ে ঘোষণা করছি যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দিতে যাচ্ছেন। ব্যাট ও বল হাতে একজন গেম চেঞ্জার সাকিব অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা ও তারকা শক্তি এনে দেবেন ফায়ারের লাইনআপে। আটলান্টায় তার জাদু দেখার জন্য তৈরি হোন।’

বর্তমানে সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলছেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ১৬ বলে ১১ রান করার পর এক ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন তিনি।

সিপিএলে খেলার কারণে এমসিএলের শুরুতে থাকতে পারবেন না সাকিব। ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষেই যুক্তরাষ্ট্রে ফিরে আটলান্টায় যোগ দেবেন তিনি।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটলান্টায় ‘জাদু’ দেখাবেন সাকিব

আপডেট সময় : ০১:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন। তাকে দলে টেনেছে আটলান্টা ফায়ার।

২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার্স ড্রাফট হয়েছে আগেই। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ৩৮ বছর বয়সী সাকিবকে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড প্লেয়ার হিসেবে নিয়েছে আটলান্টা।

ফেসবুক পেজে আটলান্টা লিখেছে, ‘আমরা রোমাঞ্চ নিয়ে ঘোষণা করছি যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দিতে যাচ্ছেন। ব্যাট ও বল হাতে একজন গেম চেঞ্জার সাকিব অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা ও তারকা শক্তি এনে দেবেন ফায়ারের লাইনআপে। আটলান্টায় তার জাদু দেখার জন্য তৈরি হোন।’

বর্তমানে সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলছেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ১৬ বলে ১১ রান করার পর এক ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন তিনি।

সিপিএলে খেলার কারণে এমসিএলের শুরুতে থাকতে পারবেন না সাকিব। ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষেই যুক্তরাষ্ট্রে ফিরে আটলান্টায় যোগ দেবেন তিনি।

এসি/