ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আজ সিনোফার্ম, কাল মডার্নার টিকা দেওয়া শুরু

  • আপডেট সময় : ০১:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সিনোফার্মের টিকা আজ সোমবার থেকে সারা দেশে দেওয়া শুরু হবে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেশের ১২টি সিটি করপোরেশনে দেওয়া হবে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ কথা জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রবাসীরা আগামী পরশু থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন। ঢাকায় আসতে হবে না। পাশাপাশি সাধারণ নাগরিকও মডার্নার টিকা নিতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক শামসুল হক বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ যাঁরা নিয়ে দ্বিতীয় ডোজ পাননি, তাঁদের আরেকটু অপেক্ষা করতে হবে। জুলাই বা আগস্ট মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
কেন্দ্র পরিবর্তন করে টিকা নেওয়ার সুযোগ বন্ধ : করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে এখন থেকে আর কেন্দ্র পরিবর্তন করার সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
ভার্চুয়াল বুলেটিনে ভ্যাকসিন বিষয়ক সর্বশেষ তথ্য জানাতে গিয়ে এ কথা বলেন ভ্যাকসিন বিষয়ক ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। তিনি বলেন, ‘কেন্দ্র পরিবর্তন করে এখন আর টিকা নেওয়ার ব্যবস্থা থাকছে না, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। যার যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকেই মোবাইল ফোনে এসএমএস দেওয়া হবে।’
রেজিস্ট্রেশন এখন খুলে দেওয়া হয়েছে এবং ৩৫ বছরের ঊর্ধ্বে যে কেউ এখন টিকার জন্য নিবন্ধন করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘নিবন্ধনের পর এসএমএস দেওয়া হবে এবং তারপর নির্দিষ্ট দিনে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।’
আর যদি কেউ নির্দিষ্ট দিনের আগে অথবা পরে টিকা নিতে চেষ্টা করেন, তাহলে সবচেয়ে বড় সমস্যা হবে—টিকা নেওয়ার তথ্য স্বাস্থ্য অধিদফতরের তথ্যভা-ারে যাবে না। আর তথ্যভা-ারে না গেলে টিকার দ্বিতীয় ডোজ এবং টিকার সার্টিফিকেট পেতে সমস্যা হবে।’ বিষয়টি সবাইকে বিশেষভাবে মনে রাখতে হবে জানিয়ে তিনি বলেন, ‘এটা খুবই জরুরি বিষয়।’
টিকা নিতে হলে অবশ্যই সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে বলে জানান তিনি।
ডা. শামসুল হক বলেন, ‘রেজিস্ট্রেশন করেই আমাদের টিকা নিতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ ভ্যাকসিন নিতে পারবেন না, এ কথাটা বিশেষভাবে মনে রাখতে হবে।’
প্রবাসী শ্রমিকদের জন্য নির্দেশনা : শামসুল হক বলেন, ‘সৌদি আরব এবং কুয়েতসহ অন্যান্য দেশেও মডার্নার টিকা গ্রহণ করা হচ্ছে। তাই প্রবাসী শ্রমিকদের জন্য স্বাস্থ্য অধিদফতরের অনুরোধ ঢাকার সাতটি কেন্দ্র ছাড়া ঢাকা শহরের অন্যান্য টিকাদান কেন্দ্র এবং দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় কেন্দ্র বাছাই করার। এতে টিকা নিতে প্রবাসী শ্রমিকদের এখন যে ভোগান্তি হচ্ছে, সেটা আর থাকবে না।’
বিদেশগামী শিক্ষার্থীরা কী করবেন : ‘অনেক বিদেশগামী শিক্ষার্থী রয়েছেন, যাদের জন্য টিকা প্রয়োজনীয়।’ বিষয়টি সরকারের দৃষ্টিতে এনেছি জানিয়ে ডা. শামসুল হক বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই সুনির্দিষ্ট ধারণা দিতে পারবো এবং কীভাবে তারা টিকা নিতে পারবেন, সে বিষয়ে নির্দেশনা তৈরি করার চেষ্টা করছি।’ অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে জানানো হবে বলেও জানান ডা. শামসুল হক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মহান বিজয়ের মাস শুরু

আজ সিনোফার্ম, কাল মডার্নার টিকা দেওয়া শুরু

আপডেট সময় : ০১:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিনোফার্মের টিকা আজ সোমবার থেকে সারা দেশে দেওয়া শুরু হবে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেশের ১২টি সিটি করপোরেশনে দেওয়া হবে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ কথা জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রবাসীরা আগামী পরশু থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন। ঢাকায় আসতে হবে না। পাশাপাশি সাধারণ নাগরিকও মডার্নার টিকা নিতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক শামসুল হক বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ যাঁরা নিয়ে দ্বিতীয় ডোজ পাননি, তাঁদের আরেকটু অপেক্ষা করতে হবে। জুলাই বা আগস্ট মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
কেন্দ্র পরিবর্তন করে টিকা নেওয়ার সুযোগ বন্ধ : করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে এখন থেকে আর কেন্দ্র পরিবর্তন করার সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
ভার্চুয়াল বুলেটিনে ভ্যাকসিন বিষয়ক সর্বশেষ তথ্য জানাতে গিয়ে এ কথা বলেন ভ্যাকসিন বিষয়ক ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। তিনি বলেন, ‘কেন্দ্র পরিবর্তন করে এখন আর টিকা নেওয়ার ব্যবস্থা থাকছে না, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। যার যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকেই মোবাইল ফোনে এসএমএস দেওয়া হবে।’
রেজিস্ট্রেশন এখন খুলে দেওয়া হয়েছে এবং ৩৫ বছরের ঊর্ধ্বে যে কেউ এখন টিকার জন্য নিবন্ধন করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘নিবন্ধনের পর এসএমএস দেওয়া হবে এবং তারপর নির্দিষ্ট দিনে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।’
আর যদি কেউ নির্দিষ্ট দিনের আগে অথবা পরে টিকা নিতে চেষ্টা করেন, তাহলে সবচেয়ে বড় সমস্যা হবে—টিকা নেওয়ার তথ্য স্বাস্থ্য অধিদফতরের তথ্যভা-ারে যাবে না। আর তথ্যভা-ারে না গেলে টিকার দ্বিতীয় ডোজ এবং টিকার সার্টিফিকেট পেতে সমস্যা হবে।’ বিষয়টি সবাইকে বিশেষভাবে মনে রাখতে হবে জানিয়ে তিনি বলেন, ‘এটা খুবই জরুরি বিষয়।’
টিকা নিতে হলে অবশ্যই সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে বলে জানান তিনি।
ডা. শামসুল হক বলেন, ‘রেজিস্ট্রেশন করেই আমাদের টিকা নিতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ ভ্যাকসিন নিতে পারবেন না, এ কথাটা বিশেষভাবে মনে রাখতে হবে।’
প্রবাসী শ্রমিকদের জন্য নির্দেশনা : শামসুল হক বলেন, ‘সৌদি আরব এবং কুয়েতসহ অন্যান্য দেশেও মডার্নার টিকা গ্রহণ করা হচ্ছে। তাই প্রবাসী শ্রমিকদের জন্য স্বাস্থ্য অধিদফতরের অনুরোধ ঢাকার সাতটি কেন্দ্র ছাড়া ঢাকা শহরের অন্যান্য টিকাদান কেন্দ্র এবং দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় কেন্দ্র বাছাই করার। এতে টিকা নিতে প্রবাসী শ্রমিকদের এখন যে ভোগান্তি হচ্ছে, সেটা আর থাকবে না।’
বিদেশগামী শিক্ষার্থীরা কী করবেন : ‘অনেক বিদেশগামী শিক্ষার্থী রয়েছেন, যাদের জন্য টিকা প্রয়োজনীয়।’ বিষয়টি সরকারের দৃষ্টিতে এনেছি জানিয়ে ডা. শামসুল হক বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই সুনির্দিষ্ট ধারণা দিতে পারবো এবং কীভাবে তারা টিকা নিতে পারবেন, সে বিষয়ে নির্দেশনা তৈরি করার চেষ্টা করছি।’ অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে জানানো হবে বলেও জানান ডা. শামসুল হক।