ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আজ শিল্পকলায় দুই সিনেমা

  • আপডেট সময় : ১২:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ২৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের ৬৪ জেলায় একযোগে শুরু হয়েছে গণজাগরণের চলচ্চিত্র উৎসব। ৫ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী এই আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে দেখানো হবে দুটি সিনেমা! একটি গিয়াস উদ্দিন সেলিমের তারকাবহুল ‘গুণিন’ এবং অন্যটি খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’। এরমধ্যে দর্শক বড় পর্দায় ‘গুণিন’ দেখতে পারবেন বিকেল সাড়ে ৫টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মুক্তিযুদ্ধ নির্ভর ‘ওরা ৭ জন’ সিনেমাটি। রাজধানীর শিল্পকলা একাডেমি ছাড়া দেশের বাকি ৬৩ জেলা শিল্পকলা একাডেমিতে এদিন দর্শক একযোগে দেখতে পারবেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘরে ফেরা’ এবং প্রদীপ ঘোষের সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ চলচ্চিত্র উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’। চলচ্চিত্র উৎসবে সর্বমোট ১৮টি চলচ্চিত্র দেখানো হচ্ছে, এরমধ্যে ১৫টি পূর্ণদৈর্ঘ্য এবং তিনটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র রয়েছে। উৎসবে বিশেষ প্রদর্শনী হিসেবে থাকছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আজ শিল্পকলায় দুই সিনেমা

আপডেট সময় : ১২:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: ২৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের ৬৪ জেলায় একযোগে শুরু হয়েছে গণজাগরণের চলচ্চিত্র উৎসব। ৫ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী এই আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে দেখানো হবে দুটি সিনেমা! একটি গিয়াস উদ্দিন সেলিমের তারকাবহুল ‘গুণিন’ এবং অন্যটি খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’। এরমধ্যে দর্শক বড় পর্দায় ‘গুণিন’ দেখতে পারবেন বিকেল সাড়ে ৫টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মুক্তিযুদ্ধ নির্ভর ‘ওরা ৭ জন’ সিনেমাটি। রাজধানীর শিল্পকলা একাডেমি ছাড়া দেশের বাকি ৬৩ জেলা শিল্পকলা একাডেমিতে এদিন দর্শক একযোগে দেখতে পারবেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘরে ফেরা’ এবং প্রদীপ ঘোষের সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ চলচ্চিত্র উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’। চলচ্চিত্র উৎসবে সর্বমোট ১৮টি চলচ্চিত্র দেখানো হচ্ছে, এরমধ্যে ১৫টি পূর্ণদৈর্ঘ্য এবং তিনটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র রয়েছে। উৎসবে বিশেষ প্রদর্শনী হিসেবে থাকছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি।