নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্ঠমী উপলক্ষে আজ ১৮ আগস্ট (বৃহস্পতিবার) ব্যাংক, বীমা ও পুঁজিবাজার বন্ধ থাকবে। আজ দুই স্টক এক্সচেঞ্জে কোনো লেনদেন হবে না। জানা গেছে, আজ বৃহস্পতিবার হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্ঠমী উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক এবং আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে।