নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীতে বিজয় র্যালি করবে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ র্যালি শুরু হবে।
গতকাল শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। দুপুর একটার আগেই দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আওয়ামী লীগের পক্ষ থেকে শনিবার রাজধানীতে করা হয়েছে বিজয় র্যালি। সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও র্যালির কারণে যানজটে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।
আজ বিএনপির বিজয় র্যালি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ