প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় সব দেশেই এই অ্যাপের সুবিধা পাওয়া যায়। ফলে এর ব্যবহারকারীর সংখ্যাও তুলনামূলক অনেক বেশি। তবে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে সতর্কবাণী। আর ২ দিন পরই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না অনেকে।
আজ ৩১ মার্চ থেকে বেশ কিছু মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ চলবে না। হোয়াটসঅ্যাপ-এর তরফ থেকে থেকে ঘোষণা করা হয়েছে, বেশ কয়েকটি ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। পুরোপুরি বন্ধ করা হবে পরিষেবা।
নতুন আপডেটের নিয়ম মেনেই বিভিন্ন স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই গ্রাহকদের এ নিয়ে পরামর্শও দিয়েছে সংস্থা। জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে, এরকম মোবাইলে চ্যাটের ব্যাক আপ যেন নিয়ে রাখেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপ-এর তরফে একটি ব্লগ পোস্ট করা হয়েছে। সেই ব্লগ পোস্টে এই ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। ওই তালিকায় রয়েছে যেফোনগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার করা হয় অ্যানড্রয়েড ওএস, আইওএস এবং কাইওএস।
হোয়াটসঅ্যাপ-এর তরফে জানানো হয়েছে, প্রতিনিয়ত একাধিক আপডেট পাঠানো হয়। কিন্তু তার জন্য প্রয়োজন নির্দিষ্ট ভার্সনের ওএস বা ওএস-এর আপডেটেড ভার্সন। যে ফোনগুলোতে ওএস আপডেটেড নেই বা আপডেট করা যাবে না সেই ফোনগুলোর ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।
যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না-
অ্যানড্রয়েড ফোন
যে সব ব্যবহারকারীর ফোনে অ্যানড্রয়েড ৪.১-এর পুরনো ভার্সন ওএস রয়েছে সেই সব ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।
আইওএস
যে সব আইওএস ব্যবহারকারীর ফোনে আইওএস১০ এবং তার থেকে আপডেটেড ভার্সনের ওএস রয়েছে শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। বর্তমানে আইফোনের লেটেস্ট ফোনগুলোতে আইওএস ১৫ দেওয়া হচ্ছে। ফলে পুরনো আইওএস-এর ফোনগুলোর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।
কাইওএস
যদি আপনার ফোনে কাইওএস-এর ২.৫ ভার্সন এবং তার নতুন ভার্সন ব্যবহার করা হয় শুধুমাত্র তারাই ৩১ মার্চের পর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।
ব্র্যান্ড অনুযায়ীও বিভিন্ন তালিকা প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে।
খএ-র কোন ব্র্যান্ডে হোয়াটসঅ্যাপ কাজ করবে না?
খএ ঙঢ়ঃরসঁং ঋ৭, ঙঢ়ঃরসঁং খ৩ ওও উঁধষ, ঙঢ়ঃরসঁং ঋ৫, ঙঢ়ঃরসঁং খ৫ ওও, ঙঢ়ঃরসঁং খ৫ ওও উঁধষ, ঙঢ়ঃরসঁং খ৩ ওও, ঙঢ়ঃরসঁং খ৭ ওও উঁধষ, ঙঢ়ঃরসঁং খ৭ ওও, ঙঢ়ঃরসঁং ঋ৬, খএ ঊহধপঃ, ঙঢ়ঃরসঁং খ৪ ওও উঁধষ, ঙঢ়ঃরসঁং ঋ৩, ঙঢ়ঃরসঁং খ৪ ওও , ঙঢ়ঃরসঁং খ২ ওও ধহফ ঙঢ়ঃরসঁং ঋ৩ছ
গড়ঃড়ৎড়ষধ-র কোন ব্র্যান্ড
গড়ঃড়ৎড়ষধ উৎড়রফ জধুৎ
ঢরধড়সর-র কোন ব্র্যান্ডে হোয়াটসঅ্যাপ কাজ করবে না
ঢরধড়সর ঐড়হমগর, গর২ধ, গর২ং, জবফসর ঘড়ঃব ৪এ ধহফ ঐড়হমগর ১ং
ঐঁধবির-র কোন কোন ব্র্যান্ড রয়েছে ওই তালিকায়
ঐঁধবির অংপবহফ উ, ছঁধফ ঢখ, অংপবহফ উ১, ছঁধফ ঢখ ধহফ অংপবহফ চ১ ঝ
ঝধসংঁহম-এর কোন ব্র্যান্ড রয়েছে
ঝধসংঁহম এধষধীু ঞৎবহফ খরঃব, এধষধীু ঝ৩ সরহর, এধষধীু ঢপড়াবৎ ২ ধহফ এধষধীু ঈড়ৎব