প্রত্যাশা ডেস্ক : সোমবার (৯ আগস্ট) থেকে করোনাভাইরাসের টিকা নেওয়া বিদেশিরা ওমরাহ করতে পারবেন। সৌদি কর্তৃপক্ষ রবিবার এই ঘোষণা দিয়েছে। করোনা মহামারির কারণে সৌদি আরবের সরকার প্রায় ১৮ মাস বিদেশিদের ওমরাহ বন্ধ রাখার পর এই ঘোষণা দেওয়া হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ সোমবার থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনের অনুরোধ গ্রহণ করা হবে।
খবরে বলা হয়েছে, শুরুতে প্রতিমাসে ৬০ হাজার মুসল্লিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। তবে ধীরে ধীরে এই সংখ্যা প্রতিমাসে ২০ লাখ পর্যন্ত বাড়ানো হবে। সৌদি প্রেস এজেন্সির খবরে আরও বলা হয়েছে, ওমরাহ পালনের জন্য অনুরোধের সঙ্গে অনুমোদিত করোনাভাইরাসের টিকার সনদ সংযুক্ত করতে হবে। সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর টিকা নেওয়া মুসল্লিদের দেশটিতে অবতরণের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কা ও মদিনায় বছরের যে কোনও সময় ওমরাহ পালন করা যায়। হজের চেয়ে ওমরাহ আলাদা। হজ প্রতি বছর একবার পালন করা হয়।
স্বাভাবিক সময়ে ওমরাহ ও হজ আয়োজন থেকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ রাজস্ব আয় হয়। প্রতি বছর প্রায় ১২০০ কোটি ডলার আয় হয় এই দুই খাত থেকে।
গত বছর মহামারি শুরুর পর বিদেশিদের জন্য ওমরাহ পালন বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে গত বছর অক্টোবরে দেশটিতে অবস্থানরত টিকা নেওয়া মানুষদের জন্য ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়।