ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

আজ থেকে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি শুরু

  • আপডেট সময় : ০৮:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার (২৬ মার্চ) থেকে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে। সরকারি তিন দিনের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ও বার্ষিক ছুটি সমন্বয় করে শ্রমিকরা সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, শ্রম আইন অনুযায়ী প্রতিটি কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ছুটির সময় নির্ধারণ করা হয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২৬ মার্চ থেকে ১৬১টি কারখানা ছুটি শুরু করবে। ২৭ মার্চ থেকে ৩৭৪টি, ২৮ মার্চ থেকে ৬৪৮টি এবং ২৯ মার্চ থেকে ৯২৪টি কারখানা ছুটি দেবে।

এদিকে, ২০৭টি কারখানা এখনও ঈদ বোনাস পরিশোধ করেনি, যদিও নির্ধারিত সময় ছিল রমজানের ২০ তারিখ। এছাড়া, ২৪টি কারখানা ফেব্রুয়ারির এবং একটি কারখানা জানুয়ারির বেতন পরিশোধ করেনি। বেতন ও বোনাস পরিশোধে বিলম্ব হওয়ায় বিজিএমইএ’র সদস্যভুক্ত ১১টি কারখানাকে ‘অস্থিরতার ঝুঁকিতে’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। ৩ এপ্রিল সাধারণ ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা মোট ৯ দিনের ছুটি পাবেন। চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আজ থেকে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি শুরু

আপডেট সময় : ০৮:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার (২৬ মার্চ) থেকে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে। সরকারি তিন দিনের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ও বার্ষিক ছুটি সমন্বয় করে শ্রমিকরা সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, শ্রম আইন অনুযায়ী প্রতিটি কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ছুটির সময় নির্ধারণ করা হয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২৬ মার্চ থেকে ১৬১টি কারখানা ছুটি শুরু করবে। ২৭ মার্চ থেকে ৩৭৪টি, ২৮ মার্চ থেকে ৬৪৮টি এবং ২৯ মার্চ থেকে ৯২৪টি কারখানা ছুটি দেবে।

এদিকে, ২০৭টি কারখানা এখনও ঈদ বোনাস পরিশোধ করেনি, যদিও নির্ধারিত সময় ছিল রমজানের ২০ তারিখ। এছাড়া, ২৪টি কারখানা ফেব্রুয়ারির এবং একটি কারখানা জানুয়ারির বেতন পরিশোধ করেনি। বেতন ও বোনাস পরিশোধে বিলম্ব হওয়ায় বিজিএমইএ’র সদস্যভুক্ত ১১টি কারখানাকে ‘অস্থিরতার ঝুঁকিতে’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। ৩ এপ্রিল সাধারণ ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা মোট ৯ দিনের ছুটি পাবেন। চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।