ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

আজ থেকে ঈদুল আজহার ট্রেনের টিকিট বিক্রি

  • আপডেট সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

ট্রেনের টিকিট যুদ্ধ ফের শুরু হচ্ছে। আজ সকাল ৮টা থেকে কাউন্টার ও অনলাইনে পবিত্র ঈদুল আজহার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। রাজধানীর ছয়টি স্থানে অর্ধেক টিকিট এবং বাকি অর্ধেক রেলের ওয়েবসাইট ও অ্যাপে পাওয়া যাবে। শুক্রবার বিক্রি হবে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট। ঢাকার কমলাপুর থেকে প্রতিদিন ৩৪ জোড়া নিয়মিত আন্তঃনগর এবং ঈদের তিন দিন আগে থেকে দুটি স্পেশাল ট্রেন চলবে ঈদযাত্রায়। আন্তঃনগরে আসন সংখ্যা ২৬ হাজার ৭১৩টি। কমলাপুর থেকে উত্তরবঙ্গের ট্রেনের টিকিট দেওয়া হবে। কমলাপুরের শহরতলী প্ল্যাটফর্মে রাজশাহী ও খুলনার, বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীর, তেজগাঁওয়ে ময়মনসিংহ, জামালপুরের, ক্যান্টনমেন্ট স্টেশনে নেত্রকোনা ও মোহনগঞ্জের, ফুলবাড়িয়া স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। ঈদের ট্রেনের টিকিটের চাহিদা থাকে আকাশ ছোঁয়া। আগের রাত থেকেই যাত্রীরা লাইন ধরে থাকেন কাউন্টারে। ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন করা হবে। এবারের ঈদে ৮ জুলাই শুক্রবার থেকে ১১ জুলাই সোমবার পর্যন্ত চার দিন সরকারি ছুটি। তাই শেষ কর্মদিবস ৭ এবং ছুটির প্রথম দিন ৮ জুলাইয়ের ট্রেনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে। ওই দুইদিনের টিকিট ৩ ও ৪ জুলাই বিক্রি হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আজ থেকে ঈদুল আজহার ট্রেনের টিকিট বিক্রি

আপডেট সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

ট্রেনের টিকিট যুদ্ধ ফের শুরু হচ্ছে। আজ সকাল ৮টা থেকে কাউন্টার ও অনলাইনে পবিত্র ঈদুল আজহার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। রাজধানীর ছয়টি স্থানে অর্ধেক টিকিট এবং বাকি অর্ধেক রেলের ওয়েবসাইট ও অ্যাপে পাওয়া যাবে। শুক্রবার বিক্রি হবে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট। ঢাকার কমলাপুর থেকে প্রতিদিন ৩৪ জোড়া নিয়মিত আন্তঃনগর এবং ঈদের তিন দিন আগে থেকে দুটি স্পেশাল ট্রেন চলবে ঈদযাত্রায়। আন্তঃনগরে আসন সংখ্যা ২৬ হাজার ৭১৩টি। কমলাপুর থেকে উত্তরবঙ্গের ট্রেনের টিকিট দেওয়া হবে। কমলাপুরের শহরতলী প্ল্যাটফর্মে রাজশাহী ও খুলনার, বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীর, তেজগাঁওয়ে ময়মনসিংহ, জামালপুরের, ক্যান্টনমেন্ট স্টেশনে নেত্রকোনা ও মোহনগঞ্জের, ফুলবাড়িয়া স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। ঈদের ট্রেনের টিকিটের চাহিদা থাকে আকাশ ছোঁয়া। আগের রাত থেকেই যাত্রীরা লাইন ধরে থাকেন কাউন্টারে। ১০ জুলাই ঈদুল আজহা উদযাপন করা হবে। এবারের ঈদে ৮ জুলাই শুক্রবার থেকে ১১ জুলাই সোমবার পর্যন্ত চার দিন সরকারি ছুটি। তাই শেষ কর্মদিবস ৭ এবং ছুটির প্রথম দিন ৮ জুলাইয়ের ট্রেনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে। ওই দুইদিনের টিকিট ৩ ও ৪ জুলাই বিক্রি হবে।