ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

আজ ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

  • আপডেট সময় : ১২:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা। বাংলাদেশ ফুটবল দল প্রাথমিকপর্বেই বাদ পরলেও এদেশের ফুটবলপ্রেমী মানুষদের বিশ্বকাপ নিয়ে উৎসাহ-উদ্দীপনার কমতি থাকে না। এবার সেই মাত্রা বাড়িয়ে দিতে আসছে বিশ্বকাপ ট্রফি। আজ বুধবার ঢাকায় পৌঁছাবে বিশ্বকাপ ট্রফিটি।
চলতি বছর ফুটবলবিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপের আসর বসবে কাতারে। তবে এর আগেই বিশ্বকাপের বিভিন্ন দেশে ভ্রমণ করে বেরাচ্ছে বিশ্বকাপের ট্রফিটি। সেই ধারাবাহিকতায় আগামী জুন মাসের ৮ তারিখে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি। আর এখানে অবস্থান করবে ৩৬ ঘণ্টা।
পঞ্চমবারের মতো বিশ্ব ভ্রমণের উদ্দেশে বের হচ্ছে ফিফা বিশ্বকাপের ট্রফি। এবার বিশ্বের মোট ৫১টি দেশে ভ্রমণ করবে ট্রফিটি। আর বাংলাদেশের আসছে দীর্ঘ নয় বছর পর।
কোকাকোলার স্পন্সরে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে ফুটবল বিশ্বকাপ ট্রফি। এটি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হবে এবং পরে সেটা নিয়ে আসা হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে সেটা সাধারণ মানুষের জন্য উন্মেচন করা হবে। সে উপলক্ষ্যে কনসার্টের আয়োজন করা হবে।
কনসার্ট শেষে রাতে ট্রফি আবার নিয়ে যাওয়া হবে র‌্যাডিসনে। তবে সেদিনই অর্থাৎ বৃহস্পতিবারই ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করবে না। শুক্রবার (১০ জুন) সারাদিনই এটি থাকবে বাংলাদেশে। তবে সেদিন ট্রফিকে ঘিরে কোনো কর্মসূচি নেই।
উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া কোথায় যাচ্ছে না বিশ্বকাপ ট্রফিটি। এর আগে ব্রাজিল বিশ্বকাপের আগের বছর ২০১৩ সালে বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। সেবারও কমার্শিয়াল পার্টনার ছিল কোকাকোলা। সেবার তিনদিন বাংলাদেশে অবস্থান করে ট্রফিটি। ট্রফিটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল হোটেল র‌্যাডিসনে। ব্রাজিল বিশ্বকাপের আগে এলেও পরেরবার রাশিয়া বিশ্বকাপের সময় আর বাংলাদেশে আসেনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

আজ ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

আপডেট সময় : ১২:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা। বাংলাদেশ ফুটবল দল প্রাথমিকপর্বেই বাদ পরলেও এদেশের ফুটবলপ্রেমী মানুষদের বিশ্বকাপ নিয়ে উৎসাহ-উদ্দীপনার কমতি থাকে না। এবার সেই মাত্রা বাড়িয়ে দিতে আসছে বিশ্বকাপ ট্রফি। আজ বুধবার ঢাকায় পৌঁছাবে বিশ্বকাপ ট্রফিটি।
চলতি বছর ফুটবলবিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপের আসর বসবে কাতারে। তবে এর আগেই বিশ্বকাপের বিভিন্ন দেশে ভ্রমণ করে বেরাচ্ছে বিশ্বকাপের ট্রফিটি। সেই ধারাবাহিকতায় আগামী জুন মাসের ৮ তারিখে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি। আর এখানে অবস্থান করবে ৩৬ ঘণ্টা।
পঞ্চমবারের মতো বিশ্ব ভ্রমণের উদ্দেশে বের হচ্ছে ফিফা বিশ্বকাপের ট্রফি। এবার বিশ্বের মোট ৫১টি দেশে ভ্রমণ করবে ট্রফিটি। আর বাংলাদেশের আসছে দীর্ঘ নয় বছর পর।
কোকাকোলার স্পন্সরে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে ফুটবল বিশ্বকাপ ট্রফি। এটি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হবে এবং পরে সেটা নিয়ে আসা হবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে সেটা সাধারণ মানুষের জন্য উন্মেচন করা হবে। সে উপলক্ষ্যে কনসার্টের আয়োজন করা হবে।
কনসার্ট শেষে রাতে ট্রফি আবার নিয়ে যাওয়া হবে র‌্যাডিসনে। তবে সেদিনই অর্থাৎ বৃহস্পতিবারই ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করবে না। শুক্রবার (১০ জুন) সারাদিনই এটি থাকবে বাংলাদেশে। তবে সেদিন ট্রফিকে ঘিরে কোনো কর্মসূচি নেই।
উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া কোথায় যাচ্ছে না বিশ্বকাপ ট্রফিটি। এর আগে ব্রাজিল বিশ্বকাপের আগের বছর ২০১৩ সালে বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। সেবারও কমার্শিয়াল পার্টনার ছিল কোকাকোলা। সেবার তিনদিন বাংলাদেশে অবস্থান করে ট্রফিটি। ট্রফিটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল হোটেল র‌্যাডিসনে। ব্রাজিল বিশ্বকাপের আগে এলেও পরেরবার রাশিয়া বিশ্বকাপের সময় আর বাংলাদেশে আসেনি।