ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

আজ টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসছে ইসি

  • আপডেট সময় : ০১:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দায়িত্ব নেয়ার পর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এবার ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সংলাপটি অনুষ্ঠিত হবে।। ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবারের সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আসাদুজ্জামান আরজু বলেন, ‘সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসবে ইসি। এবারের সংলাপ শুধুমাত্র অনলাইন এবং টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৩৮ জন সাংবাদিককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে অনলাইন পত্রিকার ৪ থেকে ৫ জন এবং বাকি সবাই টেলিভিশন সাংবাদিক।’
ইসির জনসংযোগ পরিচালক বলেন, ‘সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক এবং সম্পাদকদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।’ এর আগে গত ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নিয়েই সংলাপের আয়োজন করে। এর আগে শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই দফায় সংলাপ করেছে ইসি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আজ টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসছে ইসি

আপডেট সময় : ০১:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : দায়িত্ব নেয়ার পর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এবার ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সংলাপটি অনুষ্ঠিত হবে।। ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবারের সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আসাদুজ্জামান আরজু বলেন, ‘সোমবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসবে ইসি। এবারের সংলাপ শুধুমাত্র অনলাইন এবং টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৩৮ জন সাংবাদিককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে অনলাইন পত্রিকার ৪ থেকে ৫ জন এবং বাকি সবাই টেলিভিশন সাংবাদিক।’
ইসির জনসংযোগ পরিচালক বলেন, ‘সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক এবং সম্পাদকদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।’ এর আগে গত ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নিয়েই সংলাপের আয়োজন করে। এর আগে শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই দফায় সংলাপ করেছে ইসি।