ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

আজ চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

  • আপডেট সময় : ০২:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অঅজ বুধবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের নতুন স্টেশন মিরপুর-১০। এটি মেট্রোরেলের পঞ্চম স্টেশন।
গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর-১০ নম্বর স্টেশনের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে মিরপুর-১০ স্টেশনের সহকারী ম্যানেজার সামিউল কাদীর বলেন, স্টেশনের সকল রকমের প্রস্তুতি শেষ। এখন শুধু ধোয়া-মোছার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে বুধবার সকাল থেকে যাত্রীরা এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন। স্টেশনটি চালু হওয়ার পর মিরপুরের যাত্রীরা অনায়াসে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। এ স্টেশন চালু হওয়ায় এখন থেকে মেট্রোরেলে আরও বেশি যাত্রী যাতায়াত করবে বলে প্রত্যাশা করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, মিরপুর-১০ ঢাকার অত্যন্ত জনবহুল এলাকার মোহনা। এখান থেকে আমরা অধিক সংখ্যক যাত্রী পাবার আশা করছি। যদিও স্টেশন ও মেট্রোরেল ব্যবহারে এই এলাকার মানুষের অভ্যস্ত হতে কিছু দিন সময় লাগবে। ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মেট্রোরেলে ভ্রমণকারী সব যাত্রীকে টিকিট ভেন্ডিং মেশিনে (টিভিএম) টাকার পুরনো, ছেঁড়া নোটের বদলে অপেক্ষাকৃত নতুন নোট ব্যবহারের অনুরোধ জানান। তিনি জানান, আগামী মাসের (মার্চ) মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি চারটি স্টেশনও চালু করা হবে। এর পাশাপাশি জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে মিরপুর-১০ থেকে উত্তরা উত্তর স্টেশনের জনপ্রতি ভাড়া ৪০ টাকা, উত্তরা সেন্টার ও দক্ষিণ স্টেশনের ভাড়া ৩০ টাকা, পল্লবী ২০ টাকা এবং আগারগাঁও স্টেশনের ভাড়া ২০ টাকা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আজ চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন

আপডেট সময় : ০২:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : অঅজ বুধবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের নতুন স্টেশন মিরপুর-১০। এটি মেট্রোরেলের পঞ্চম স্টেশন।
গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর-১০ নম্বর স্টেশনের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে মিরপুর-১০ স্টেশনের সহকারী ম্যানেজার সামিউল কাদীর বলেন, স্টেশনের সকল রকমের প্রস্তুতি শেষ। এখন শুধু ধোয়া-মোছার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে বুধবার সকাল থেকে যাত্রীরা এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন। স্টেশনটি চালু হওয়ার পর মিরপুরের যাত্রীরা অনায়াসে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। এ স্টেশন চালু হওয়ায় এখন থেকে মেট্রোরেলে আরও বেশি যাত্রী যাতায়াত করবে বলে প্রত্যাশা করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, মিরপুর-১০ ঢাকার অত্যন্ত জনবহুল এলাকার মোহনা। এখান থেকে আমরা অধিক সংখ্যক যাত্রী পাবার আশা করছি। যদিও স্টেশন ও মেট্রোরেল ব্যবহারে এই এলাকার মানুষের অভ্যস্ত হতে কিছু দিন সময় লাগবে। ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মেট্রোরেলে ভ্রমণকারী সব যাত্রীকে টিকিট ভেন্ডিং মেশিনে (টিভিএম) টাকার পুরনো, ছেঁড়া নোটের বদলে অপেক্ষাকৃত নতুন নোট ব্যবহারের অনুরোধ জানান। তিনি জানান, আগামী মাসের (মার্চ) মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি চারটি স্টেশনও চালু করা হবে। এর পাশাপাশি জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে মিরপুর-১০ থেকে উত্তরা উত্তর স্টেশনের জনপ্রতি ভাড়া ৪০ টাকা, উত্তরা সেন্টার ও দক্ষিণ স্টেশনের ভাড়া ৩০ টাকা, পল্লবী ২০ টাকা এবং আগারগাঁও স্টেশনের ভাড়া ২০ টাকা।