ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

আজ ও কাল দুই চালানে আসছে মডার্নার ২৫ লাখ টিকা

  • আপডেট সময় : ০১:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের ২৫ লাখ ডোজ টিকা আজ শুক্র ও আগামীকাল শনিবার দুই চালানে বাংলাদেশে পৌঁছাবে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, ১২ লাখ ডোজ টিকার প্রথম চালান নিয়ে একটি ফ্লাইট শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। পরদিন বাকি ১৩ লাখ ডোজ টিকার চালান আসবে। টিকা নিতে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
গত শুক্রবার জানিয়েছিলেন, বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে পাঠানো মডার্নার ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে। সেগুলো ২ অথবা ৩ জুলাই বাংলাদেশে এসে পৌঁছুবে বলে মঙ্গলবার তিনি জানান। ইতিমধ্যে মার্কিন কোম্পানি মডার্নার তৈরি টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মডার্নার টিকা পৌঁছুলে এটা হবে বাংলাদেশে আসা করোনাভাইরাসের চতুর্থ টিকা। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক এবং চীনের সিনোফার্মের টিকা এসেছে বাংলাদেশে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান ডিপজলের

আজ ও কাল দুই চালানে আসছে মডার্নার ২৫ লাখ টিকা

আপডেট সময় : ০১:১৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের ২৫ লাখ ডোজ টিকা আজ শুক্র ও আগামীকাল শনিবার দুই চালানে বাংলাদেশে পৌঁছাবে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, ১২ লাখ ডোজ টিকার প্রথম চালান নিয়ে একটি ফ্লাইট শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। পরদিন বাকি ১৩ লাখ ডোজ টিকার চালান আসবে। টিকা নিতে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
গত শুক্রবার জানিয়েছিলেন, বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে পাঠানো মডার্নার ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে। সেগুলো ২ অথবা ৩ জুলাই বাংলাদেশে এসে পৌঁছুবে বলে মঙ্গলবার তিনি জানান। ইতিমধ্যে মার্কিন কোম্পানি মডার্নার তৈরি টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। মডার্নার টিকা পৌঁছুলে এটা হবে বাংলাদেশে আসা করোনাভাইরাসের চতুর্থ টিকা। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক এবং চীনের সিনোফার্মের টিকা এসেছে বাংলাদেশে।