ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আজারবাইজানে জলবায়ু সম্মেলনের প্রতিবাদে গ্রেটা

  • আপডেট সময় : ০৪:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আজারবাইজানে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন আয়োজনের বিরোধিতা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। এ জন্য গত সোমবার (১১ নভেম্বর) জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি। ২১ বছর বয়সী গ্রেটা থুনবার্গ এবং মিছিলে অংশ নেওয়া অন্যান্য পরিবেশকর্মীদের মতে, নিপীড়নমূলক নীতির কারণে জলবায়ু সম্মেলনের আয়োজক হওয়ার যোগ্য নয় আজারবাইজান। বিশ্বের অন্যতম জ্বালানি তেল উত্তোলনকারী দেশ আজাবাইজানের বাকুতে গত সোমবার শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-২৯। থুনবার্গের অভিযোগ, আজারবাইজান একটি নিপীড়ক ও দখলদার রাষ্ট্র। দেশটি জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে। নাগরিক সমাজের ওপর ক্রমাগত দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। থুনবার্গের মতে, জলবায়ু সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে কাম্পিয়ান সাগর তীরের এই দেশটি নিজেদের অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে। পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ আজারবাইজান। তবে সমালোচকেরা বলেন, আরও বেশি জ্বালানি তেল ও গ্যাস রপ্তানির জন্য দেশটি এ কথা বলে থাকে। ২০০৩ সাল থেকে আজারবাইজানে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এর আগে তাঁর বাবা হায়দার আলিয়েভ এক দশক আজারবাইজানের প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন ইলহাম। তাঁর বিরুদ্ধে ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা ও বাক্স্বাধীনতার প্রতি দমনপীড়নের গুরুতর অভিযোগ রয়েছে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চাল আমদানির গতি মন্থর,এসেছে মাত্র সাড়ে ৯ হাজার টন

আজারবাইজানে জলবায়ু সম্মেলনের প্রতিবাদে গ্রেটা

আপডেট সময় : ০৪:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক : আজারবাইজানে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন আয়োজনের বিরোধিতা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। এ জন্য গত সোমবার (১১ নভেম্বর) জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি। ২১ বছর বয়সী গ্রেটা থুনবার্গ এবং মিছিলে অংশ নেওয়া অন্যান্য পরিবেশকর্মীদের মতে, নিপীড়নমূলক নীতির কারণে জলবায়ু সম্মেলনের আয়োজক হওয়ার যোগ্য নয় আজারবাইজান। বিশ্বের অন্যতম জ্বালানি তেল উত্তোলনকারী দেশ আজাবাইজানের বাকুতে গত সোমবার শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-২৯। থুনবার্গের অভিযোগ, আজারবাইজান একটি নিপীড়ক ও দখলদার রাষ্ট্র। দেশটি জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে। নাগরিক সমাজের ওপর ক্রমাগত দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। থুনবার্গের মতে, জলবায়ু সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে কাম্পিয়ান সাগর তীরের এই দেশটি নিজেদের অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে। পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ আজারবাইজান। তবে সমালোচকেরা বলেন, আরও বেশি জ্বালানি তেল ও গ্যাস রপ্তানির জন্য দেশটি এ কথা বলে থাকে। ২০০৩ সাল থেকে আজারবাইজানে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এর আগে তাঁর বাবা হায়দার আলিয়েভ এক দশক আজারবাইজানের প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন ইলহাম। তাঁর বিরুদ্ধে ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা ও বাক্স্বাধীনতার প্রতি দমনপীড়নের গুরুতর অভিযোগ রয়েছে।