আন্তর্জাতিক ডেস্ক : গোলযোগপূর্ণ সীমান্তে আজারবাইজানের সেনাদের গুলিতে আর্মেনিয়ার দুই সেনা নিহত হয়েছে। গত সোমবার আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজারবাইজানের সেনারা নাখিচেভান সীমান্তে আর্মেনীয় সেনাদের অবস্থানে গুলি চালালে এক সেনা নিহত হন। আজারবাইজানের সেনাদের ছোঁড়া গুলি আর্মেনিয়ার ওই সেনার পেটে লাগে এবং মারাত্মকভাবে আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আর্মেনিয়ার ওই সেনা মারা যান।
আর্মেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত সন্ধ্যায় আজারবাইজানের সেনারা আবারও উস্কানিমূলক গুলি চালালে আর্মেনিয়ার এক সেনা নিহত হন।
বিবৃতিতে আজারবাইজানের সেনাদের ক্ষয়ক্ষতির দাবি করা হলেও আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনাদের কেউ হতাহত হননি।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে, আর্মেনিয়ার সেনারা আগে গুলি চালানো শুরু করে। পাল্টা জবাব দিলে তাতে আর্মেনিয়ার সেনা নিহত হন।
গোলযোগপূর্ণ নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে গত বছর আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে মারাত্মক সীমান্ত সংঘাত শুরু হয়। এতে দু’পক্ষের সেনাসহ অন্তত ছয় হাজার মানুষ নিহত হয়। পরে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধবিরতিতে সম্মত হলেও মাঝেমধ্যেই দু’দেশের সেনাদের ভেতরে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
আজারবাইজানের গুলিতে আর্মেনিয়ার দুই সেনা নিহত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ