ক্রীড়া ডেস্ক : দুজনই একই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এসে তাদের দল আলাদা হয়ে গেছে। আজম খান খেলছেন খুলনা টাইগার্সের হয়ে আর সদ্য বিপিএলকে বিদায় বলা নাসিম শাহ খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। গত মঙ্গলবার দুই দলের লড়াইয়ে আজম খানের শারীরিক গঠন নিয়ে দুষ্টুমি করেছিলেন নাসিম শাহ। এতেই শুরু হয়েছে সমালোচনা। খুলনার ইনিংসের শেষ ওভারের ঘটনা। আজম খান তখন ব্যাটিংয়ে নামছেন। হেঁটে হেঁটে ক্রিজে আসার সময় নাসিম মজা করেই তাকে ধাক্কা মারেন। হাসতে হাসতে নাসিমকে একপাশে ঠেলে দেন আজম। তবে নাসিম তখন ছিলেন দুষ্টুমির মুডে। তাই তিনি দুই হাত ছড়িয়ে এমন একটা ভঙ্গি করেন, যেটা দেখে বোঝা যায় তিনি আজমের মোটাসোটা শারীরিক গঠন নিয়ে মজা করছেন। সেই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে এটাকে মজা হিসেবেই নিয়েছেন। কিন্তু কেউ কেউ আবার দাবি করছেন, নাসিম শাহ যা করেছেন সেটা বডি শেমিং। একজন লিখেছেন, ‘নাসিম শাহ ভালো কিছু করতে পারতেন। বডি শেমিং কোনো মজার বিষয় নয়। নাসিমের সমর্থকদের জন্য দুঃখ লাগছে।’ এমন আরো অসংখ্য মন্তব্যে সোশ্যাল সাইট এখন সয়লাব।