ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

আজব এক গোয়েন্দা হৃত্বিক চক্রবর্তী

  • আপডেট সময় : ১২:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ১৪৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অনলাইন প্রযোজনা সংস্থা ‘হইচই’-এর হাত ধরে ওয়েবের দুনিয়ায় পা রাখছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী! আসছে তার গোয়েন্দা গল্প ‘গোরা’। এখানে রহস্য যেমন থাকছে, তেমনই থাকছে হাস্যরস! অর্থাৎ যাকে বলে ফুল প্যাকেজ এন্টারটেনমেন্ট। গোয়েন্দা গোরা আসলে ‘প্রাইভেট ডিফেকটিভ’। তবে একটা টুইস্টের সঙ্গে। ক্রিমিনাল সাইকোলজির ব্যাপারে এই গৌরব সেন ওরফে গোরার অনেক জ্ঞান! কিন্তু কোনো সূত্র মনে রাখতে পারেন না তিনি। পারেন না কারও নাম মনে রাখতে। তাই তাকে রাখতে হয় সহকারী। এর সঙ্গে আবার একটা খুন হলে গোরার কাছে যাওয়া যায় না। কারণ তিনি নিজেকে পরিচয় দেন সিরিয়াল কিলার স্পেশ্যালিস্ট হিসেবে। অর্থাৎ, একসঙ্গে কয়েকটি খুন হলেই কেবল তিনি তা অনুসন্ধান করবেন। তাই ‘হইচই’-এর ‘গোরা’ আদৌ ডিটেক্টিভ না ডিফেক্টিভ, তা জানতে একটু অপেক্ষা করতেই হবে! যদিও এটুকু নিশ্চিত, ঋত্বিক চক্রবর্তী আছে মানেই অভিনয়ের এক আলাদা মাত্রা থাকবে এই ওয়েব সিরিজে! কেননা কলকাতার এই অভিনেতা বরাবরই অন্যধারার চরিত্র খুব সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারেন ক্যামেরায়! দর্শকের মনে সেই চরিত্র জায়গা করে নেয় বরাবরের জন্য। ঋত্বিক ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন ইশা সাহা। গোরার যে সহকারী, তার ভূমিকায় রয়েছেন সুহত্র। সিরিজটির পরিচালক সায়ন্তন ঘোষ। পরিচালক জানিয়েছেন, আাগামী জানুয়ারি মাসে ‘হইচই’-এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আজব এক গোয়েন্দা হৃত্বিক চক্রবর্তী

আপডেট সময় : ১২:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অনলাইন প্রযোজনা সংস্থা ‘হইচই’-এর হাত ধরে ওয়েবের দুনিয়ায় পা রাখছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী! আসছে তার গোয়েন্দা গল্প ‘গোরা’। এখানে রহস্য যেমন থাকছে, তেমনই থাকছে হাস্যরস! অর্থাৎ যাকে বলে ফুল প্যাকেজ এন্টারটেনমেন্ট। গোয়েন্দা গোরা আসলে ‘প্রাইভেট ডিফেকটিভ’। তবে একটা টুইস্টের সঙ্গে। ক্রিমিনাল সাইকোলজির ব্যাপারে এই গৌরব সেন ওরফে গোরার অনেক জ্ঞান! কিন্তু কোনো সূত্র মনে রাখতে পারেন না তিনি। পারেন না কারও নাম মনে রাখতে। তাই তাকে রাখতে হয় সহকারী। এর সঙ্গে আবার একটা খুন হলে গোরার কাছে যাওয়া যায় না। কারণ তিনি নিজেকে পরিচয় দেন সিরিয়াল কিলার স্পেশ্যালিস্ট হিসেবে। অর্থাৎ, একসঙ্গে কয়েকটি খুন হলেই কেবল তিনি তা অনুসন্ধান করবেন। তাই ‘হইচই’-এর ‘গোরা’ আদৌ ডিটেক্টিভ না ডিফেক্টিভ, তা জানতে একটু অপেক্ষা করতেই হবে! যদিও এটুকু নিশ্চিত, ঋত্বিক চক্রবর্তী আছে মানেই অভিনয়ের এক আলাদা মাত্রা থাকবে এই ওয়েব সিরিজে! কেননা কলকাতার এই অভিনেতা বরাবরই অন্যধারার চরিত্র খুব সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারেন ক্যামেরায়! দর্শকের মনে সেই চরিত্র জায়গা করে নেয় বরাবরের জন্য। ঋত্বিক ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন ইশা সাহা। গোরার যে সহকারী, তার ভূমিকায় রয়েছেন সুহত্র। সিরিজটির পরিচালক সায়ন্তন ঘোষ। পরিচালক জানিয়েছেন, আাগামী জানুয়ারি মাসে ‘হইচই’-এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি।