ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

আচরণবিধি লঙ্ঘন, গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

  • আপডেট সময় : ০৪:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

১৯ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত এক নোটিশে এই শোকজ আদেশ জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে কোন প্রকার নির্বাচনী প্রচারণা করা নিষেধ। তবে গিয়াস উদ্দিন তাহেরীর ‘The Speech’ নামে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নির্বাচনী প্রচারণামূলক ভিডিও প্রচার করা হয়েছে। ওই পেইজের ফলোয়ার রয়েছে প্রায় ৭ লাখ ৭০ হাজার।

এ ঘটনায় তাকে আগামী ২০ জানুয়ারি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। একই অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বিএনপি এমপি প্রার্থী সৈয়দ ফয়সলকেও শোকজ করা হয়েছে। তিনি ও তার প্রতিনিধি আগামী ২০ জানুয়ারি উপস্থিত হয়ে কারণ দর্শাবেন।

নির্বাচনী আচরণবিধি রক্ষায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসি/আপ্র/১৯/১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আচরণবিধি লঙ্ঘন, গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

আপডেট সময় : ০৪:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

১৯ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত এক নোটিশে এই শোকজ আদেশ জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে কোন প্রকার নির্বাচনী প্রচারণা করা নিষেধ। তবে গিয়াস উদ্দিন তাহেরীর ‘The Speech’ নামে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নির্বাচনী প্রচারণামূলক ভিডিও প্রচার করা হয়েছে। ওই পেইজের ফলোয়ার রয়েছে প্রায় ৭ লাখ ৭০ হাজার।

এ ঘটনায় তাকে আগামী ২০ জানুয়ারি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। একই অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের বিএনপি এমপি প্রার্থী সৈয়দ ফয়সলকেও শোকজ করা হয়েছে। তিনি ও তার প্রতিনিধি আগামী ২০ জানুয়ারি উপস্থিত হয়ে কারণ দর্শাবেন।

নির্বাচনী আচরণবিধি রক্ষায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসি/আপ্র/১৯/১/২০২৬