ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

আঙুলে চোট নিয়েও বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন কুনেমান

  • আপডেট সময় : ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আগে শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলার কথা ছিল ম্যাথু কুনেমানের। তবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে তাসমানিয়ার হয়ে তিনি খেলতে পারছেন না চোটের কারণে। তার বোলিং অ্যাকশনের পরীক্ষা অবশ্য তাতে পিছিয়ে যাচ্ছে না। বুড়ো আঙুলের চোট নিয়েই পরীক্ষা দেবেন অস্ট্রেলিয়ান এই স্পিনার। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় কুনেমানের। দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইওয়াশ করায় বড় ভূমিকা ছিল বাঁহাতি এই স্পিনারের। অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর ঘরোয়া ক্রিকেট খেলতে বাধা নেই। শেফিল্ড শিল্ডে তাই খেলার কথা ছিল তার। তবে গোল বাধাল এই চোট। নতুন করে কোনো আঘাত অবশ্য তিনি পাননি। পুরোনো এই চোট সঙ্গী করেই শ্রীলঙ্কায় খেলেছেন তিনি। তবে আবার তা মাথাচাড়া দেওয়ায় সতর্কতা হিসেবে খেলানো হচ্ছে না এই ম্যাচে।

ম্যাচ না খেললেও তার অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পরিকল্পনায় বদল আসছে না। ম্যাচে যে গতিতে এবং যে ধরনের বোলিং করে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে, ল্যাবে পরীক্ষা দেওয়ার সময় যতটা সম্ভব একই রাখতে হবে সবকিছু। কুনেমানের চোট যেহেতু অন্য হাতের আঙুলে, কাজেই পরীক্ষায় সমস্যা হওয়ার কথা নয়। তার পরীক্ষা নিয়ে অনেক কিছুই গোপন রাখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, আগামী একপক্ষের মধ্যেই পরীক্ষা দেবেন তিনি। পরীক্ষা দিতে হবে আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে। এক্ষেত্রে আইসিসি সাধারণত পছন্দ করে, প্রশ্নবিদ্ধ ক্রিকেটার যেন নিজ দেশের বাইরের কোনো ল্যাবে পরীক্ষা দেয়। তবে কুনেমান পরীক্ষা দেবেন ব্রিজবেনের ল্যাবে। আইসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য কড়া নজর রাখবেন এখানে। পরীক্ষা দেওয়ার পর এক সপ্তাহের মধ্যেই ফলাফল পাওয়ার কথা। পেশাদার ক্যারিয়ারে যে কোনো পর্যায়ে এই প্রথমবার প্রশ্নবিদ্ধ হয়েছে কুনেমানের বোলিং অ্যাকশন। পরীক্ষায় উতরে গেলে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজে সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াডে তার থাকার সম্ভাবনা প্রবল। উতরাতে না পারলে তাকে নামতে হবে অ্যাকশন শুদ্ধ করার অভিযানে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আঙুলে চোট নিয়েও বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন কুনেমান

আপডেট সময় : ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আগে শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলার কথা ছিল ম্যাথু কুনেমানের। তবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে তাসমানিয়ার হয়ে তিনি খেলতে পারছেন না চোটের কারণে। তার বোলিং অ্যাকশনের পরীক্ষা অবশ্য তাতে পিছিয়ে যাচ্ছে না। বুড়ো আঙুলের চোট নিয়েই পরীক্ষা দেবেন অস্ট্রেলিয়ান এই স্পিনার। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় কুনেমানের। দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইওয়াশ করায় বড় ভূমিকা ছিল বাঁহাতি এই স্পিনারের। অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর ঘরোয়া ক্রিকেট খেলতে বাধা নেই। শেফিল্ড শিল্ডে তাই খেলার কথা ছিল তার। তবে গোল বাধাল এই চোট। নতুন করে কোনো আঘাত অবশ্য তিনি পাননি। পুরোনো এই চোট সঙ্গী করেই শ্রীলঙ্কায় খেলেছেন তিনি। তবে আবার তা মাথাচাড়া দেওয়ায় সতর্কতা হিসেবে খেলানো হচ্ছে না এই ম্যাচে।

ম্যাচ না খেললেও তার অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পরিকল্পনায় বদল আসছে না। ম্যাচে যে গতিতে এবং যে ধরনের বোলিং করে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে, ল্যাবে পরীক্ষা দেওয়ার সময় যতটা সম্ভব একই রাখতে হবে সবকিছু। কুনেমানের চোট যেহেতু অন্য হাতের আঙুলে, কাজেই পরীক্ষায় সমস্যা হওয়ার কথা নয়। তার পরীক্ষা নিয়ে অনেক কিছুই গোপন রাখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, আগামী একপক্ষের মধ্যেই পরীক্ষা দেবেন তিনি। পরীক্ষা দিতে হবে আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে। এক্ষেত্রে আইসিসি সাধারণত পছন্দ করে, প্রশ্নবিদ্ধ ক্রিকেটার যেন নিজ দেশের বাইরের কোনো ল্যাবে পরীক্ষা দেয়। তবে কুনেমান পরীক্ষা দেবেন ব্রিজবেনের ল্যাবে। আইসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য কড়া নজর রাখবেন এখানে। পরীক্ষা দেওয়ার পর এক সপ্তাহের মধ্যেই ফলাফল পাওয়ার কথা। পেশাদার ক্যারিয়ারে যে কোনো পর্যায়ে এই প্রথমবার প্রশ্নবিদ্ধ হয়েছে কুনেমানের বোলিং অ্যাকশন। পরীক্ষায় উতরে গেলে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজে সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াডে তার থাকার সম্ভাবনা প্রবল। উতরাতে না পারলে তাকে নামতে হবে অ্যাকশন শুদ্ধ করার অভিযানে।