ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

আগে দেশ, পরে আইপিএল : বাটলার

  • আপডেট সময় : ১০:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ১৬৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে রয়েছে দুটি সিরিজ। এসবকিছুর কথা মাথায় রেখে আইপিএলকে ‘না’ বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জস বাটলার। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসবে আইপিএলের বাকি অংশ। ঠিক একই সময় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দুটি সিরিজ খেলবে ইংল্যান্ড। তবে আইপিএলে টাকার ঝনঝনানি উপেক্ষা করে দেশকেই গুরুত্ব দিচ্ছেন রাজস্থান রয়্যালসের ওপেনার বাটলার। অথচ আইপিএলে খেলার জন্য অনেক তারকা ক্রিকেটারকে জাতীয় দলের সিরিজ থেকে ছুটি নিতে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাটলার বলেন, ‘সাধারণত আইপিএলের সময়টায় আন্তর্জাতিক ম্যাচ থাকে না। ফলে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়রা এখানে খেলতে পারেন। কিন্তু এবার ব্যাপারটা আলাদা। কারম আইপিএলের বাকি অংশ চলার সময় আমাদের জাতীয় দলের দুটি সিরিজ রয়েছে। তাই ব্যক্তিগতভাবে আমি দেশকেই প্রাধান্য দেব। ’ ভারতে করোনা মহামারি পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষিতে গত ৪ মে আইপিএল স্থগিত করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে ফের একবার সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে দ্বিতীয় পর্ব। কিন্তু টানা দীর্ঘদিন কঠিন জৈব সুরক্ষা বলয়ে থাকা এবং একই সময়ে জাতীয় দলের খেলা থাকায় কয়েকটি ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের আইপিএলের জন্য ছাড়বে না বলে জানা গেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনেক বছর পর সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে: প্রধান উপদেষ্টা

আগে দেশ, পরে আইপিএল : বাটলার

আপডেট সময় : ১০:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে রয়েছে দুটি সিরিজ। এসবকিছুর কথা মাথায় রেখে আইপিএলকে ‘না’ বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জস বাটলার। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসবে আইপিএলের বাকি অংশ। ঠিক একই সময় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দুটি সিরিজ খেলবে ইংল্যান্ড। তবে আইপিএলে টাকার ঝনঝনানি উপেক্ষা করে দেশকেই গুরুত্ব দিচ্ছেন রাজস্থান রয়্যালসের ওপেনার বাটলার। অথচ আইপিএলে খেলার জন্য অনেক তারকা ক্রিকেটারকে জাতীয় দলের সিরিজ থেকে ছুটি নিতে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাটলার বলেন, ‘সাধারণত আইপিএলের সময়টায় আন্তর্জাতিক ম্যাচ থাকে না। ফলে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়রা এখানে খেলতে পারেন। কিন্তু এবার ব্যাপারটা আলাদা। কারম আইপিএলের বাকি অংশ চলার সময় আমাদের জাতীয় দলের দুটি সিরিজ রয়েছে। তাই ব্যক্তিগতভাবে আমি দেশকেই প্রাধান্য দেব। ’ ভারতে করোনা মহামারি পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষিতে গত ৪ মে আইপিএল স্থগিত করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে ফের একবার সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে দ্বিতীয় পর্ব। কিন্তু টানা দীর্ঘদিন কঠিন জৈব সুরক্ষা বলয়ে থাকা এবং একই সময়ে জাতীয় দলের খেলা থাকায় কয়েকটি ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের আইপিএলের জন্য ছাড়বে না বলে জানা গেছে।