নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। গতকাল রোববার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায়’ পূর্বের সকল বিধিনিষেধের মেয়াদ ৩০ মে মধ্যরাত থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আন্তঃজেলা বাসসহ সব ধরনের গণপরিবহণ এবং হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়ার অনুমতি দিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণের চলমান বিধিনিষেধের মেয়াদ গত ২৩ মে থেকে এক সপ্তাহ বাড়িয়ে ৩০ মে মধ্যরাত পর্যন্ত করা হয়েছিল এর আগে। মহামারী বিস্তারের ঊর্ধ্বগতি রোধে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়, যা ‘সর্বাত্মক’ লকডাউন নামে পরিচিতি পায়। এই বিধিনিষেধের মধ্যে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি অফিস আগের মতই বন্ধ আছে। তবে উৎপাদনমুখী শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি মেনে কাজ চালানোর অনুমতি রয়েছে। সর্বাত্মক লকডাউন শুরুর পর আন্তঃজেলা বাসের পাশাপাশি ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ২৩ মের পর অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস, ট্রেন বা লঞ্চ চলাচল শুরু হয়। রোজার আগে বিধিনিষেধ শিথিল করে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। এখনও সেই নিয়মই বহাল আছে।
স্বাস্থ্যবিধি মেনে আম কেনাবেচার পরামর্শ : স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন করোনার সংক্রমণ রোধে আম বেচাকেনার সঙ্গে জড়িত সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
গতকাল রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ পরামর্শ দেন। অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, ‘বর্তমানে আমের মৌসুম চলছে। দেশের মানুষের কাছে আম একটি সুস্বাদু ও জনপ্রিয় ফল। অনেক পরিবার আমের বাণিজ্যের ওপর নির্ভরশীল। ফলে আমের বাজারজাত করার ক্ষেত্রে খোলা জায়গায় স্বল্প পরিসরে আম কেনাবেচা করতে হবে। বর্তমানে ই-কমার্স অর্থাৎ অনলাইনেও বিভিন্ন পণ্য বিক্রি জনপ্রিয় হচ্ছে। ই-কর্মাসের মাধ্যমেও আমের কেনাবেচা স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করতে পারে।’ আইইডিসিআর পরিচালক বলেন, ‘করোনার বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট চিহ্নিত হচ্ছে এবং তা হতেই থাকবে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।’
আগের শর্তে বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ