ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগের দিন সেঞ্চুরি করে পরের দিন নেতৃত্ব হারালেন বিজয়

  • আপডেট সময় : ০৭:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: খুলনা টাইগার্সের ছুড়ে দেওয়া ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রায় তীরেই চলে এসেছিল দুর্বার রাজশাহী। কিন্তু এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরির পরও শেষ পর্যন্ত ৭ রানে হেরে যায় দলটি। ওই ম্যাচে সেঞ্চুরি করে বিজয় যেমন প্রশংসা পাচ্ছেন। তেমনি তার শেষ ওভারের ব্যাটিং নিয়ে সমালোচনাও হচ্ছে। শেষ ওভারে ১৭ রান দরকার ছিল। হাসান মাহমুদের ওই ওভারে বিজয় প্রথম বলে বাউন্ডারি হাঁকালেও এরপর বড় কোনো শট খেলতে পারেননি। ফলে তিনি নিজে সেঞ্চুরি পেলেও দল হেরেছে। এরই মধ্যে নেতৃত্ব হারানোর খবর পেলেন বিজয়।

দুর্বার রাজশাহী সোমবার ২০ জানুয়ারি এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বিজয়ের বদলে নতুন অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমদকে। যদিও রাজশাহী বলছে, বিজয় যাতে ব্যাটিংয়ে বেশি মনোযোগী হতে পারেন সে কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

দুর্বার রাজশাহীর ফেসবুক পোস্টটি হুবহু এখানে তুলে ধরা হলো- ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে।

৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে। এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আগের দিন সেঞ্চুরি করে পরের দিন নেতৃত্ব হারালেন বিজয়

আপডেট সময় : ০৭:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: খুলনা টাইগার্সের ছুড়ে দেওয়া ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রায় তীরেই চলে এসেছিল দুর্বার রাজশাহী। কিন্তু এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরির পরও শেষ পর্যন্ত ৭ রানে হেরে যায় দলটি। ওই ম্যাচে সেঞ্চুরি করে বিজয় যেমন প্রশংসা পাচ্ছেন। তেমনি তার শেষ ওভারের ব্যাটিং নিয়ে সমালোচনাও হচ্ছে। শেষ ওভারে ১৭ রান দরকার ছিল। হাসান মাহমুদের ওই ওভারে বিজয় প্রথম বলে বাউন্ডারি হাঁকালেও এরপর বড় কোনো শট খেলতে পারেননি। ফলে তিনি নিজে সেঞ্চুরি পেলেও দল হেরেছে। এরই মধ্যে নেতৃত্ব হারানোর খবর পেলেন বিজয়।

দুর্বার রাজশাহী সোমবার ২০ জানুয়ারি এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বিজয়ের বদলে নতুন অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমদকে। যদিও রাজশাহী বলছে, বিজয় যাতে ব্যাটিংয়ে বেশি মনোযোগী হতে পারেন সে কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

দুর্বার রাজশাহীর ফেসবুক পোস্টটি হুবহু এখানে তুলে ধরা হলো- ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে।

৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে। এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।