ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগুনে ১০ পরিবার নিঃস্ব, ৭ গরুর মৃত্যু

  • আপডেট সময় : ০৬:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দশটি পরিবারের ঘরবাড়ি, নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল, গবাদিপশু ও ঘরের আসবাবপত্র পুরোপুরি পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলা। গত বুধবার (২২ জানুয়ারি) উপজেলার শালমারা ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালের দিকে নীলকন্ঠপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে শাহ আলম, ওয়াহেদ আলীর ছেলে ইমরান আলী, ইজার উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম এবং শরিফুল ইসলাম, শহিদ ইসলাম, আতিকুল ইসলাম, মিটু ইসলাম, আব্দুর রশিদ, আনারুল ইসলামসহ দশটি পরিবারের ঘরে এবং গোয়াল ঘরে আগুন লাগে। আগুনে ঘরে থাকা মোটরসাইকেল, স্বর্ণালংকার, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এসময় গোয়াল ঘরে থাকা সাতটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শালমারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঞ্জীব হোসেন পলাশ বলেন, “উপজেলা শহর থেকে অনেক গ্রামটি অনেক দূরে হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই গরুসহ সবকিছু পুড়ে যায়। আগুনে নিমিষেই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল।”

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা পৌঁছানোর আগেই তাদের সবকিছু পুড়ে গেছে। স্থানীয়দের চেষ্টায় কিছু কিছু আসবাবপত্র ও গবাদিপশু সরিয়ে নেওয়া গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।”

 

 

 

 

 

 

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আর্থিক খাতের ‘ডাকাতি’ খতিয়ে দেখতে প্রতিনিধি পাঠানোর আহ্বান :ড. ইউনূস

আগুনে ১০ পরিবার নিঃস্ব, ৭ গরুর মৃত্যু

আপডেট সময় : ০৬:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দশটি পরিবারের ঘরবাড়ি, নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল, গবাদিপশু ও ঘরের আসবাবপত্র পুরোপুরি পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলা। গত বুধবার (২২ জানুয়ারি) উপজেলার শালমারা ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালের দিকে নীলকন্ঠপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে শাহ আলম, ওয়াহেদ আলীর ছেলে ইমরান আলী, ইজার উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম এবং শরিফুল ইসলাম, শহিদ ইসলাম, আতিকুল ইসলাম, মিটু ইসলাম, আব্দুর রশিদ, আনারুল ইসলামসহ দশটি পরিবারের ঘরে এবং গোয়াল ঘরে আগুন লাগে। আগুনে ঘরে থাকা মোটরসাইকেল, স্বর্ণালংকার, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এসময় গোয়াল ঘরে থাকা সাতটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শালমারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঞ্জীব হোসেন পলাশ বলেন, “উপজেলা শহর থেকে অনেক গ্রামটি অনেক দূরে হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই গরুসহ সবকিছু পুড়ে যায়। আগুনে নিমিষেই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল।”

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা পৌঁছানোর আগেই তাদের সবকিছু পুড়ে গেছে। স্থানীয়দের চেষ্টায় কিছু কিছু আসবাবপত্র ও গবাদিপশু সরিয়ে নেওয়া গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।”