ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৮টি গরু, ১০টি ছাগল ও ৩০টি হাঁস-মুরগিসহ গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। এতে সব মিলিয়ে দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার (২ জুন) রাত ৩টার দিকে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের মাঝি বাড়িতে সত্যেন্দ্রনাথ সমদ্দারের খামারে এ দুর্ঘটনা ঘটে। কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। কিন্তু ততক্ষণে ৮টি গরু, ১০টি ছাগল ও ৩০টি মুরগি পুড়ে মারা গেছে। গোয়ালঘরেরও ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে মশা তাড়ানোর ধোঁয়া ও কয়েল থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।