নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে এবং বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে দুই স্থানের কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় কাছেই পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এডিবি ভবনের সামনের রাস্তায় মোটরসাইকেলে এসে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে, শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনাটিও তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসি/আপ্র/১৬/১১/২০২৫/





















