নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় ছুরি মেরে এক ছাত্রলীগ কর্মীকে খুন করা হয়েছে। গতকাল রোববার ভোরে তালতলার বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে এ হত্যাকা- ঘটে বলে তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার এইচ এম আজিমুল হক জানান। তিনি বলেন, ২৫ বছর বয়সী ওই যুবকের নাম মো. ফিরোজ আহমেদ। তালতলা এলাকাতেই তার বাসা। তিনি ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রক্তাক্ত অবস্থায় ফিরোজকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বিশ্বাস বলেন, “ছাত্রলীগের দলীয় কোন্দলের জের ধরে ফিরোজকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।” কারা তাকে হত্যা করেছে, সে ব্যাপারে ধারণা পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, “তাদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরেই তাদের গ্রেপ্তার সম্ভব হবে।”