ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

আগামী বিশ্বকাপের ৭ ভেন্যু চূড়ান্ত

  • আপডেট সময় : ১১:০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ানদের দেশে ফেরার দিনই জানা গেল আগামী বছরের বিশ্বকাপ শুরু-শেষের তারিখ। চূড়ান্ত হলো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের ভেন্যুগুলোও। এবারের মতো আগামী বিশ্বকাপেও ম্যাচ হবে ৪৫টি। টুর্নামেন্ট শুরু আগামী ১৬ অক্টোবর, ফাইনাল ১৩ নভেম্বর। অস্ট্রেলিয়ার ৭টি শহরে হবে টি-টোয়েন্টির বিশ্ব আসরের উৎসব-অ্যাডিলেইড, ব্রিজবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি। আগামী ৯ ও ১০ নভেম্বর দুটি সেমি-ফাইনাল হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও অ্যাডিলেইড ওভালে। ফাইনালের ভেন্যু অনুমিতভাবেই বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। আগামী জানুয়ারিতে ঘোষণা করা হবে টুর্নামেন্টের সূচি। টিকিট বিক্রিও শুরু হবে তখন থেকে। এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা সব দল আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। তাদের মধ্যে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সরাসরি খেলবে সুপার টুয়েলভে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ড খেলবে প্রথম রাউন্ডে। এই চার দলের সঙ্গে প্রথম রাউন্ডে খেলবে বাছাই পেরিয়ে আসা চার দল। আগামী ফেব্রুয়ারিতে ওমানে ও জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্ব। অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল গত বছর। তবে কোভিড মহামারীর কারণে তা পিছিয়ে যায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আগামী বিশ্বকাপের ৭ ভেন্যু চূড়ান্ত

আপডেট সময় : ১১:০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়ানদের দেশে ফেরার দিনই জানা গেল আগামী বছরের বিশ্বকাপ শুরু-শেষের তারিখ। চূড়ান্ত হলো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের ভেন্যুগুলোও। এবারের মতো আগামী বিশ্বকাপেও ম্যাচ হবে ৪৫টি। টুর্নামেন্ট শুরু আগামী ১৬ অক্টোবর, ফাইনাল ১৩ নভেম্বর। অস্ট্রেলিয়ার ৭টি শহরে হবে টি-টোয়েন্টির বিশ্ব আসরের উৎসব-অ্যাডিলেইড, ব্রিজবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি। আগামী ৯ ও ১০ নভেম্বর দুটি সেমি-ফাইনাল হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও অ্যাডিলেইড ওভালে। ফাইনালের ভেন্যু অনুমিতভাবেই বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। আগামী জানুয়ারিতে ঘোষণা করা হবে টুর্নামেন্টের সূচি। টিকিট বিক্রিও শুরু হবে তখন থেকে। এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা সব দল আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। তাদের মধ্যে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সরাসরি খেলবে সুপার টুয়েলভে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ড খেলবে প্রথম রাউন্ডে। এই চার দলের সঙ্গে প্রথম রাউন্ডে খেলবে বাছাই পেরিয়ে আসা চার দল। আগামী ফেব্রুয়ারিতে ওমানে ও জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্ব। অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল গত বছর। তবে কোভিড মহামারীর কারণে তা পিছিয়ে যায়।