ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

আগামী বছর থেকে সব ফরম্যাটে ক্যারিবীয়দের কোচ স্যামি

  • আপডেট সময় : ০৭:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

ড্যারেন স্যামি- ফাইল ছবি

ক্রীড়া ডেস্ক: গত বছর থেকে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের কোচের দায়িত্ব পালন করছেন ড্যারেন স্যামি। এবার তার দায়িত্ব আরও বাড়লো। আগামী বছরের এপ্রিল থেকে টেস্ট দলেরও কোচ হিসেবে থাকবেন তিনি। তিনি মূলত স্থলাভিষিক্ত হবেন আন্দ্রে কোলের।
স্যামির নতুন দায়িত্বের কথা সংবাদ সম্মেলনে জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বাসকম্ব। এর প্রতিক্রিয়ায় স্যামি জানিয়েছেন, এমন কিছু যে হবে সেটা মোটেও জানতেন না তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজকে যে কোনো ফরম্যাটে প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। সেটা যে কোনও পজিশনেই হোক না কেন। তবে খবরটা ছিল আমার কল্পনার বাইরে।’
স্যামির অধীনে ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ সালের মে মাসের পর থেকে ২৮ ওয়ানডের ১৫টিতে জিতেছে। সাত দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে জিতেছে ৪টি। টি-টোয়েন্টিতেও ঘরের মাঠে জিতেছে ৪টি সিরিজ। প্রতিপক্ষ ছিল ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে হেরেছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে। সব মিলে এই সময়ে ৩৫টি টি-টোয়েন্টির ২০টিতে জিতেছে তারা।
টেস্টে কোলের অধীনে ২০২৩ সালের মে মাসের পর থেকে পরাজয়ের সংখ্যাই বেশি। হেরেছে ৭টি ম্যাচ। জয় ও ড্র দুটি করে। এমনকি এই সময়ে একটি সিরিজও জেতেনি তারা। যে কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তলানিতে তাদের অবস্থান। তাই সাফল্য বিবেচনায় স্যামিকেই সব ফরম্যাটে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। বোর্ডের ক্রিকেট ডিরেক্টর মাইলস বাসকম্ব বলেছেন, ‘বর্তমান ক্যাম্পেইনের পর আমরা স্যামির দায়িত্ব আরও বাড়িয়ে দেবো। সেখানে টেস্টের দায়িত্বও অন্তর্ভুক্ত হবে। তাই আমরা পরের গ্রীষ্মে যখন অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবো, স্যামি সিনিয়র দলটির কোচের দায়িত্ব পালন করবে।’

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী বছর থেকে সব ফরম্যাটে ক্যারিবীয়দের কোচ স্যামি

আপডেট সময় : ০৭:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: গত বছর থেকে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের কোচের দায়িত্ব পালন করছেন ড্যারেন স্যামি। এবার তার দায়িত্ব আরও বাড়লো। আগামী বছরের এপ্রিল থেকে টেস্ট দলেরও কোচ হিসেবে থাকবেন তিনি। তিনি মূলত স্থলাভিষিক্ত হবেন আন্দ্রে কোলের।
স্যামির নতুন দায়িত্বের কথা সংবাদ সম্মেলনে জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বাসকম্ব। এর প্রতিক্রিয়ায় স্যামি জানিয়েছেন, এমন কিছু যে হবে সেটা মোটেও জানতেন না তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজকে যে কোনো ফরম্যাটে প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। সেটা যে কোনও পজিশনেই হোক না কেন। তবে খবরটা ছিল আমার কল্পনার বাইরে।’
স্যামির অধীনে ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ সালের মে মাসের পর থেকে ২৮ ওয়ানডের ১৫টিতে জিতেছে। সাত দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে জিতেছে ৪টি। টি-টোয়েন্টিতেও ঘরের মাঠে জিতেছে ৪টি সিরিজ। প্রতিপক্ষ ছিল ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে হেরেছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে। সব মিলে এই সময়ে ৩৫টি টি-টোয়েন্টির ২০টিতে জিতেছে তারা।
টেস্টে কোলের অধীনে ২০২৩ সালের মে মাসের পর থেকে পরাজয়ের সংখ্যাই বেশি। হেরেছে ৭টি ম্যাচ। জয় ও ড্র দুটি করে। এমনকি এই সময়ে একটি সিরিজও জেতেনি তারা। যে কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তলানিতে তাদের অবস্থান। তাই সাফল্য বিবেচনায় স্যামিকেই সব ফরম্যাটে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। বোর্ডের ক্রিকেট ডিরেক্টর মাইলস বাসকম্ব বলেছেন, ‘বর্তমান ক্যাম্পেইনের পর আমরা স্যামির দায়িত্ব আরও বাড়িয়ে দেবো। সেখানে টেস্টের দায়িত্বও অন্তর্ভুক্ত হবে। তাই আমরা পরের গ্রীষ্মে যখন অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবো, স্যামি সিনিয়র দলটির কোচের দায়িত্ব পালন করবে।’