আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আগামী দিনগুলোতে আরেকটি হামলা হওয়ার হুমকি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে দিয়েছেন তার উপদেষ্টারা। গত শুক্রবার উপদেষ্টারা বাইডেনকে বলেছেন, ‘আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে আনার অভিযানে আগামী কয়েকটি দিন এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক।’
কাবুল বিমানবন্দরের গেটে বৃহস্পতিবারের বোমা হামলা-পরবর্তী পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা কর্মকর্তা, সেনা ও কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বাইডেন। তখনই তাকে এই সতর্কবার্তা দেওয়া হয় বলে শুক্রবার জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা। তিনি জানান, একইসঙ্গে বাইডেনকে এও বলা হয়েছে যে, কাবুল বিমানবন্দরে মার্কিন কর্মকর্তা ও অন্যান্যদের সুরক্ষায় যথাসম্ভব সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইএস-কে এর সম্ভাব্য সব আস্তানাকেও হামলার নিশানা করা হচ্ছ।
খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী বা ‘আইএস-কে’ কাবুল বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে নিয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, বিমানবন্দরে হামলার পাল্টা জবাবে আইএস জঙ্গিদের ওপর হামলা পরিকল্পনা করা হলেও কাবুলে ফের হামলা হওয়ার আশঙ্কা আছে বলেই বাইডেনকে জানিয়েছেন তার উপদেষ্টারা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাদপ্তর পেণ্টাগনের মুখপাত্র জন কিরবি এক দৈনিক সংবাদ ব্রিফিংয়ে আফগানিস্তান থেকে লোকজনকে সরানোর অভিযানের মধ্যে হামলার হুমকির ‘আরও সুনির্দিষ্ট এবং আরও বিশ্বাসযোগ্য’ তথ্য তার কাছে আছে বলে সতর্ক করেছিলেন। বলেছিলেন, ‘আমাদের কাছে বাড়তি তথ্য আছে। যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর নজর রাখছে।’ এছাড়া, কাবুলের বিমানবন্দরে বৃহস্পতিবারের হামলার ঘটনার আরও খুঁটিনাটি বিস্তারিত বিবরণ পেন্টাগন দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। পেন্টাগন জানায়:
দুটি নয়, কাবুলে হামলা হয়েছে একটি :
ক্স কাবুল বিমানবন্দরের বাইরে দু’টি বিস্ফোরণ হয়েছে বলে প্রথমে খবর জানানো হয়েছিল। কিন্তু পরে ভুল শুধরে দিয়ে বিমানবন্দরের বাইরে কেবল একটি আত্মঘাতী বোমা হামলাই হয়েছে, দুটি আলাদা বিস্ফোরণ ঘটেনি বলে পেন্টাগন নিশ্চিত করেছে।
ক্স হামলায় আহত কিছু মানুষকে চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে।
ক্স ১৩ মার্কিন সেনা ছাড়াও হামলায় নিহত হয়েছে দুই ব্রিটিশ নাগরিক এবং এক ব্রিটিশ নাগরিকের শিশুসন্তান।
ক্স জন কিরবি বলেছেন, ৩১ অগাস্ট সময়সীমার মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত যুক্তরাষ্ট্র লোকজনকে সরানোর কাজ করে যাবে।
ক্স এ পর্যন্ত কাবুল থেকে ১১০,০০০ জনকে সরিয়ে আনা হয়েছে। এখনও বিমানবন্দরে মোটামুটি ৫ হাজার ৪শ’ জন আফগানিস্তান ছাড়ার অপেক্ষায় আছে।
ক্স পেন্টাগনের মুখপাত্র কিরবি জানান, আইএস-কে জঙ্গি গোষ্ঠীকে মোকাবেলার বিষয়টি যুক্তরাষ্ট্র ‘খুবই গুরুত্বের সঙ্গে’ নিয়েছে। তিনি বলেন, ‘২০ বছর আগে যেমনটি হয়েছিল, আফগানিস্তান থেকে সেরকম হামলার মুখে আর দেশকে পড়তে দেব না আমরা।’
আগামী কয়েকটি দিন সবচেয়ে বিপজ্জনক, বাইডেনকে উপদেষ্টাদের সতর্কবার্তা
ট্যাগস :
আগামী কয়েকটি দিন সবচেয়ে বিপজ্জনক
জনপ্রিয় সংবাদ