ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একসময় ওয়ানডে ফরম্যাট ছিল সবচেয়ে সফল ও গর্বের জায়গা। অন্য দুই ফরম্যাটের তুলনায় ৫০ ওভারের ক্রিকেটে টাইগারদের জয়ের হারও বেশি ছিল। তবে এখন সেই ওয়ানডেতেই জিততে ভুলে গেছে লাল-সবুজের জার্সিধারীরা। টানা হারে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
সর্বশেষ ১১টি ওয়ানডে ম্যাচের মধ্যে ১০টিতেই হেরেছে বাংলাদেশ। সিরিজের বিচারে ৪টি। এই খারাপ পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। ১৯ বছরের মধ্যে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে দশম স্থানে।
২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯ এর মধ্যে থাকতে হবে।
বিসিবি জানিয়েছে, ২০২৭ বিশ্বকাপের জন্য র্যাংকিংয়ের ভিত্তিতে সেরা আট দল বাছাই করা হবে ২০২৬ সালের নভেম্বরে। অর্থাৎ সামনে দেড় বছরে বাংলাদেশ খেলবে মোট আটটি সিরিজে মোট ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। যার ফলাফল প্রভাব ফেলবে টাইগারদের র্যাংকিংয়ে। আর র্যাংকিংয়ের ভিত্তিতেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল।
আফগানিস্তান সিরিজ শেষে বাংলাদেশের প্রথম অ্যাসাইনমেন্টই হতে যাচ্ছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠতে পারে বাংলাদেশ। এরপর পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে। সব মিলিয়ে, প্রতিটি ম্যাচ এখন বাংলাদেশের জন্য শুধু জয় নয়, বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লড়াই।
বিশ্বকাপের আগে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ-
ক্রমিক নং | সময় | প্রতিপক্ষ | ম্যাচ | স্থান |
১ | অক্টোবর, ২০২৫ | আফগানিস্তান | ১ ওয়ানডে | অ্যাওয়ে |
২ | অক্টোবর, ২০২৫ | ওয়েস্ট ইন্ডিজ | ৩ ওয়ানডে | হোম |
৩ | মার্চ-এপ্রিল, ২০২৬ | পাকিস্তান | ৩ ওয়ানডে | হোম |
৪ | এপ্রিল, ২০২৬ | নিউজিল্যান্ড | ৩ ওয়ানডে | হোম |
৫ | জুন, ২০২৬ | অস্ট্রেলিয়া | ৩ ওয়ানডে | হোম |
৬ | জুলাই, ২০২৬ | জিম্বাবুয়ে | ৫ ওয়ানডে | অ্যাওয়ে |
৭ | আগস্ট, ২০২৬ | আয়ারল্যান্ড | ৩ ওয়ানডে | অ্যাওয়ে |
৮ | সেপ্টেম্বর, ২০২৬ | ভারত | ৩ ওয়ানডে | হোম |
ওআ/আপ্র/১৩/১০/২০২৫