ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

আগামী অর্থবছরে সংসদের বরাদ্দ ৭.১২ শতাংশ বাড়ছে

  • আপডেট সময় : ০২:১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ৩৩৫ কোটি ৩৯ লাখ এবং উন্নয়ন ব্যয় ৭৫ লাখ টাকা। চলতি ২০২০-২১ অর্থবছরের মূল বাজেটের তুলনায় আগামী অর্থবছরে ৮০ লাখ টাকা (০.২৩ শতাংশ) বেশি অর্থ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে সংসদের বাজেট ছিল ৩৩৫ কোটি ১৪ লাখ টাকা।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের কারণে চলতি বছরের বাজেটের বড় একটি অংশ খরচ করতে পারছে না সংসদ। ফলে তারা ২২ কোটি ৩৪ লাখ টাকা কমিয়ে চলতি বছরের সংশোধিত বাজেট নির্ধারণ করেছে ৩১৩ কোটি ৮০ লাখ টাকা। এ হিসেবে চলতি বছরের সংশোধিত বাজেটের তুলনায় আসন্ন অর্থবছরের বাজেট ৭.১২ শতাংশ বাড়ছে।
গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩২তম বৈঠকে এ বরাদ্দ অনুমোদন দেয়া হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও অংশ নেন। সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদের সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এছাড়া সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতি-নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সভায় নতুন বছরের বাজেট ছাড়াও চলতি ২০২০-২০২১ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। এছাড়াও ২০২২-২০২৩ অর্থবছরে ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “গত বছর করোনাভাইরাস মহামারীর কারণে সংসদের কোনো ভ্রমণ হয়নি। কোনো সংসদ সদস্য এবং কর্মকর্তা ভ্রমণে যায়নি। এজন্য বেশ কিছু খরচ কম হয়েছে। সেই টাকাটা আমরা ফেরত দিয়েছি। সব মিলিয়ে সেটা ৮৮-৯০ লাখ টাকা হবে।”
স্পিকার বলেন, গত বছর কমিশন বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছিল, তার একটি বাদে সবগুলোই বাস্তবায়ন হয়েছে। সংসদীয় কমিটির সভাপতির অফিসে টেলিভিশন সরবরাহ করার সিদ্ধান্তটি শুধু মহামারীর কারণে সম্ভবপর হয়নি।
গত কমিশন বৈঠকে ডেপুটি স্পিকার ও প্রধান হুইপের নিরাপত্তা সংক্রান্ত পুলিশ প্রটেকশনের জন্য জন্য দুটি ডাবল কেবিন পিকআপ ভ্যান এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া ১টি অ্যাম্বুলেন্স টিওএন্ডই এ অন্তর্ভুক্তকরণ, সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে ১১টি নতুন পদ সৃষ্টিসহ পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৯৪ সংশোধন, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সংসদীয় কমিটির সভাপতিদের কার্যালয়ে ২১ ইঞ্চি বক্স টেলিভিশনের পরিবর্তে ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন সরবরাহ অনুমোদন, সংসদ সচিবালয়ের সমন্বয় সভা এবং অধিবেশন প্রস্তুতিমূলক সভায় সরবরাহকৃত নাস্তার জনপ্রতি বরাদ্দ ও সংখ্যা বৃদ্ধি,সংসদ ভবনের নিরাপত্তা বৃদ্ধি, মেরামতসহ সংসদ ভবনের সার্বিক উন্নয়নের জন্য সুপারিশ করে কমিটি।
সংসদ সচিবালয়ের অর্গানোগ্রাম সুবিন্যস্ত করা হয়েছে জানিয়ে স্পিকার শিরীন শারমিন বলেন, “প্রতিবছর কমিশন বৈঠকে এডহক ভিত্তিতে পদ সৃষ্টির প্রস্তাব আনা হয়। এভাবে এডহকভিত্তিতে না করে সুনির্দিষ্ট করে প্রস্তাব আনার জন্য বলা হয়েছিল। সেই হিসেবে এবার প্রস্তাব আনা হয়।
“সেখানে কিছু শাখা বাড়ানোর প্রস্তাব ছিলো কমিশন সেগুলোর অনুমোদন দিয়েছে। ১৩৭টি পদ বাড়ানোর প্রস্তাব এসেছে। কমিশন কর্মকর্তা পর্যায়ে পদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। নিচের দিকে কিছু পদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে ৫০-৬০টির মতো পদ বাড়বে।”
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বৈঠকে অংশ নেন। প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন। এছাড়া সংসদ সচিব জাফর আহমেদ খান, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

আগামী অর্থবছরে সংসদের বরাদ্দ ৭.১২ শতাংশ বাড়ছে

আপডেট সময় : ০২:১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ৩৩৫ কোটি ৩৯ লাখ এবং উন্নয়ন ব্যয় ৭৫ লাখ টাকা। চলতি ২০২০-২১ অর্থবছরের মূল বাজেটের তুলনায় আগামী অর্থবছরে ৮০ লাখ টাকা (০.২৩ শতাংশ) বেশি অর্থ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে সংসদের বাজেট ছিল ৩৩৫ কোটি ১৪ লাখ টাকা।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের কারণে চলতি বছরের বাজেটের বড় একটি অংশ খরচ করতে পারছে না সংসদ। ফলে তারা ২২ কোটি ৩৪ লাখ টাকা কমিয়ে চলতি বছরের সংশোধিত বাজেট নির্ধারণ করেছে ৩১৩ কোটি ৮০ লাখ টাকা। এ হিসেবে চলতি বছরের সংশোধিত বাজেটের তুলনায় আসন্ন অর্থবছরের বাজেট ৭.১২ শতাংশ বাড়ছে।
গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩২তম বৈঠকে এ বরাদ্দ অনুমোদন দেয়া হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও অংশ নেন। সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদের সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এছাড়া সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতি-নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সভায় নতুন বছরের বাজেট ছাড়াও চলতি ২০২০-২০২১ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। এছাড়াও ২০২২-২০২৩ অর্থবছরে ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “গত বছর করোনাভাইরাস মহামারীর কারণে সংসদের কোনো ভ্রমণ হয়নি। কোনো সংসদ সদস্য এবং কর্মকর্তা ভ্রমণে যায়নি। এজন্য বেশ কিছু খরচ কম হয়েছে। সেই টাকাটা আমরা ফেরত দিয়েছি। সব মিলিয়ে সেটা ৮৮-৯০ লাখ টাকা হবে।”
স্পিকার বলেন, গত বছর কমিশন বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছিল, তার একটি বাদে সবগুলোই বাস্তবায়ন হয়েছে। সংসদীয় কমিটির সভাপতির অফিসে টেলিভিশন সরবরাহ করার সিদ্ধান্তটি শুধু মহামারীর কারণে সম্ভবপর হয়নি।
গত কমিশন বৈঠকে ডেপুটি স্পিকার ও প্রধান হুইপের নিরাপত্তা সংক্রান্ত পুলিশ প্রটেকশনের জন্য জন্য দুটি ডাবল কেবিন পিকআপ ভ্যান এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া ১টি অ্যাম্বুলেন্স টিওএন্ডই এ অন্তর্ভুক্তকরণ, সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে ১১টি নতুন পদ সৃষ্টিসহ পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৯৪ সংশোধন, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সংসদীয় কমিটির সভাপতিদের কার্যালয়ে ২১ ইঞ্চি বক্স টেলিভিশনের পরিবর্তে ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন সরবরাহ অনুমোদন, সংসদ সচিবালয়ের সমন্বয় সভা এবং অধিবেশন প্রস্তুতিমূলক সভায় সরবরাহকৃত নাস্তার জনপ্রতি বরাদ্দ ও সংখ্যা বৃদ্ধি,সংসদ ভবনের নিরাপত্তা বৃদ্ধি, মেরামতসহ সংসদ ভবনের সার্বিক উন্নয়নের জন্য সুপারিশ করে কমিটি।
সংসদ সচিবালয়ের অর্গানোগ্রাম সুবিন্যস্ত করা হয়েছে জানিয়ে স্পিকার শিরীন শারমিন বলেন, “প্রতিবছর কমিশন বৈঠকে এডহক ভিত্তিতে পদ সৃষ্টির প্রস্তাব আনা হয়। এভাবে এডহকভিত্তিতে না করে সুনির্দিষ্ট করে প্রস্তাব আনার জন্য বলা হয়েছিল। সেই হিসেবে এবার প্রস্তাব আনা হয়।
“সেখানে কিছু শাখা বাড়ানোর প্রস্তাব ছিলো কমিশন সেগুলোর অনুমোদন দিয়েছে। ১৩৭টি পদ বাড়ানোর প্রস্তাব এসেছে। কমিশন কর্মকর্তা পর্যায়ে পদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে। নিচের দিকে কিছু পদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে ৫০-৬০টির মতো পদ বাড়বে।”
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বৈঠকে অংশ নেন। প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন। এছাড়া সংসদ সচিব জাফর আহমেদ খান, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।