ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

আগস্ট জুড়ে শোক পালন করবে ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় : ০২:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে ব্র্যাক ব্যাংক আগস্ট মাস জুড়ে জাতীয় শোক দিবস পালনের পরিকল্পনা করেছে। বাংলাদেশ এ বছর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী পালন করেছে। তাঁর স্মরণে ব্র্যাক ব্যাংক তার ১৮৭টি ব্রাঞ্চে এবং ঢাকার তেজগাঁও-এ প্রধান কার্যালয়ে শোক ব্যানার লাগিয়েছে। ব্যানারগুলি পুরো আগস্ট মাস জুড়েই থাকবে। এছাড়া ১৫ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট ১৯৭৫-এ নিহত তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্র্যাক ব্যাংক তিনটি পৃথক দোয়া মাহফিলের আয়োজন করে। দেশের সর্ববৃহৎ এসএমই নেটওয়ার্ক, ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই তিনটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও কর্মীদের জন্য আজ মঙ্গলবার একটি ভার্চুয়াল আলোচনা সভা করবে ব্র্যাক ব্যাংক। প্রোল্যান্সার স্টুডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যানিমেশন প্রধান সোহেল মোহাম্মদ রানা অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’ ছবিটি তৈরির সময় বঙ্গবন্ধুর ওপর করা ব্যাপক গবেষণা থেকে লব্ধ জ্ঞান এই অনুষ্ঠানে আলোকপাত করবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তলবের পাল্টা তলব দিল্লির, উল্টো দুষল ইউনূস সরকারকে

আগস্ট জুড়ে শোক পালন করবে ব্র্যাক ব্যাংক

আপডেট সময় : ০২:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে ব্র্যাক ব্যাংক আগস্ট মাস জুড়ে জাতীয় শোক দিবস পালনের পরিকল্পনা করেছে। বাংলাদেশ এ বছর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী পালন করেছে। তাঁর স্মরণে ব্র্যাক ব্যাংক তার ১৮৭টি ব্রাঞ্চে এবং ঢাকার তেজগাঁও-এ প্রধান কার্যালয়ে শোক ব্যানার লাগিয়েছে। ব্যানারগুলি পুরো আগস্ট মাস জুড়েই থাকবে। এছাড়া ১৫ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট ১৯৭৫-এ নিহত তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্র্যাক ব্যাংক তিনটি পৃথক দোয়া মাহফিলের আয়োজন করে। দেশের সর্ববৃহৎ এসএমই নেটওয়ার্ক, ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই তিনটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও কর্মীদের জন্য আজ মঙ্গলবার একটি ভার্চুয়াল আলোচনা সভা করবে ব্র্যাক ব্যাংক। প্রোল্যান্সার স্টুডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যানিমেশন প্রধান সোহেল মোহাম্মদ রানা অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’ ছবিটি তৈরির সময় বঙ্গবন্ধুর ওপর করা ব্যাপক গবেষণা থেকে লব্ধ জ্ঞান এই অনুষ্ঠানে আলোকপাত করবেন।