ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

আগস্টে কোভ্যাক্সের অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০২:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামী আগস্টে ১০ লাখ কোভ্যাক্সের অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গতকাল বুধবার টিকা সংক্রান্ত বিষয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বিশ্বের উৎপাদনশীল দেশগুলোতে টিকার সুষম বণ্টন হয়নি। তাই টিকা নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। আমরা চায়নার ভ্যাক্সিন পাওয়ার জন্য অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, রাশিয়ার ভ্যাক্সিন পাওয়ার জন্য দুই-একদিনের মধ্যে ভালো খবর পাওয়া যাবে। রাশিয়া এবং চীনের টিকার দামের বিষয়ে তাদের সঙ্গে গোপনীয়তার চুক্তি হয়েছিল, কিন্তু সেটা ভঙ্গ হওয়ায় এখন টিকা পেতে দেরি হচ্ছে। তাই এখন তাদের কাছ থেকে টিকার দাম নিয়ে কথা বলা হবে। তা না হলে টিকা পেতে সমস্যা হবে। তিনি আরও বলেন, দেশে টিকা উৎপাদনের জন্য বেসরকারি প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠানেও উৎপাদনের চেষ্টা চলছে। ১১ লাখ ভ্যাকসিন এখন হাতে আছে এগুলো ১৯ তারিখ থেকে ৫ লাখ লোককে দেওয়া হবে। এছাড়া মন্ত্রী উল্লেখ করেন, ১১ লাখ টিকা সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের, বিশ্ব বিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীসহ বিদেশগামী যাত্রীদের, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দেওয়া হবে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সীমান্ত এলাকাসহ নোয়াখালী এবং মানিকগঞ্জে পর্যন্ত চলে আসছে। অর্থাৎ ঢাকার কাছাকাছি চলে আসছে। এখন সাবধান না থাকলে বিপদ হবে। করোনা সংক্রমণ বেশি। এসব এলাকার আম ব্যবসায়ীদের জন্য সংক্রমণ বাড়তে পারে। যেখানে বাড়ছে সেখানেই লকডাউন দেয়া হচ্ছে। এসময় মন্ত্রী করোনা টেস্ট বাড়ানোর ওপর জোর দেন। এখন ৫০০ টি জায়গায় টেস্ট হচ্ছে। এটা আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আগস্টে কোভ্যাক্সের অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : আগামী আগস্টে ১০ লাখ কোভ্যাক্সের অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গতকাল বুধবার টিকা সংক্রান্ত বিষয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বিশ্বের উৎপাদনশীল দেশগুলোতে টিকার সুষম বণ্টন হয়নি। তাই টিকা নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। আমরা চায়নার ভ্যাক্সিন পাওয়ার জন্য অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, রাশিয়ার ভ্যাক্সিন পাওয়ার জন্য দুই-একদিনের মধ্যে ভালো খবর পাওয়া যাবে। রাশিয়া এবং চীনের টিকার দামের বিষয়ে তাদের সঙ্গে গোপনীয়তার চুক্তি হয়েছিল, কিন্তু সেটা ভঙ্গ হওয়ায় এখন টিকা পেতে দেরি হচ্ছে। তাই এখন তাদের কাছ থেকে টিকার দাম নিয়ে কথা বলা হবে। তা না হলে টিকা পেতে সমস্যা হবে। তিনি আরও বলেন, দেশে টিকা উৎপাদনের জন্য বেসরকারি প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠানেও উৎপাদনের চেষ্টা চলছে। ১১ লাখ ভ্যাকসিন এখন হাতে আছে এগুলো ১৯ তারিখ থেকে ৫ লাখ লোককে দেওয়া হবে। এছাড়া মন্ত্রী উল্লেখ করেন, ১১ লাখ টিকা সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের, বিশ্ব বিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীসহ বিদেশগামী যাত্রীদের, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দেওয়া হবে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সীমান্ত এলাকাসহ নোয়াখালী এবং মানিকগঞ্জে পর্যন্ত চলে আসছে। অর্থাৎ ঢাকার কাছাকাছি চলে আসছে। এখন সাবধান না থাকলে বিপদ হবে। করোনা সংক্রমণ বেশি। এসব এলাকার আম ব্যবসায়ীদের জন্য সংক্রমণ বাড়তে পারে। যেখানে বাড়ছে সেখানেই লকডাউন দেয়া হচ্ছে। এসময় মন্ত্রী করোনা টেস্ট বাড়ানোর ওপর জোর দেন। এখন ৫০০ টি জায়গায় টেস্ট হচ্ছে। এটা আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।