আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় ডেলটা ধরন বেশি সংক্রামক। ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) বলছে, আগস্ট মাসের শেষ সময় পর্যন্ত ডেলটা ধরনের সংক্রমণ ইউরোপে ৯০ শতাংশ ছড়িয়ে পড়তে পারে।
ভারতে প্রথম করোনার ডেলটা ধরনের সংক্রমণ শনাক্ত হয়। ইসিডিসি স্থানীয় সময় গতকাল বুধবার জানিয়েছে, আগামী কয়েক মাসে ইউরোপীয় ইউনিয়নে এই সংক্রমণের হার ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। এক বিবৃতিতে ইসিডিসির পরিচালক আন্ড্রে অ্যামন জানান, গরমে ডেলটা ভাইরাসের সংক্রমণ বেশি ছড়াতে পারে। তুলনামূলকভাবে তরুণ সম্প্রদায়, যাদের টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়নি, তাদের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। অ্যামন বলেন, আলফা ধরনের তুলনায় ডেলটা ধরনে ৪০ থেকে ৬০ শতাংশ বেশি সংক্রামক। করোনার আলফা ধরন প্রথম যুক্তরাজ্যে শনাক্ত হয়।
ইসিডিসি বলছে, আগস্ট মাসের শুরু পর্যন্ত ডেলটা ধরনের সংক্রমণ ৭০ শতাংশ হতে পারে। আর আগস্টের শেষে গিয়ে এটি ৯০ শতাংশ ছড়াতে পারে। ডেলটার সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি আরও দ্রুতগতিতে পরিচালনা করা প্রয়োজন বলছে ইসিডিসি। ইসিডিসি আরও বলছে, এ পর্যন্ত ৮০ বছরের ঊর্ধ্বে ৩০ শতাংশ জনগোষ্ঠীকে ও ৬০ বছরের ঊর্ধ্বে ৪০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেওয়া সম্ভব হয়নি।
অ্যামন মনে করেন, প্রবীণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনা প্রয়োজন। ইসিডিসি আরও বলছে, জুলাই মাসের প্রথম দিকে যথেষ্ট বিধিনিষেধ আরোপের ব্যবস্থা না করলে সব বয়সীদের মধ্যে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এমনকি গত বছরের শরৎকালে হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যুর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
আগস্টের শেষে ইউরোপে ডেলটার সংক্রমণ হতে পারে ৯০ শতাংশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ