নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২১৭ জন। এর মধ্যে ঢাকায় ১৭৪ জন এবং ঢাকার বাইরে ৪৩ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬৭ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। আর এই মাসে রোগী ভর্তি হয়েছেন ৭ হাজার ৬৫১ জন এবং গত আগস্টে মোট রোগী ভর্তি হয়েছিল ৭ হাজার ৬৯৮ জন।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৮৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৭৭৬ জন, আর বাকি ২০৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ হাজার সাতজন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৯৫৭ জন।
আগস্টের রেকর্ড ভাঙার পথে ডেঙ্গু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ