ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগরতলায় হাইকমিশনে হামলায় ক্ষুব্ধ বাংলাদেশ, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

  • আপডেট সময় : ০৯:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তসহ দেশটিতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি ভারতকে স্মরণও করিয়ে দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার গভীর ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, ২ ডিসেম্বর আগরতলা শহরের হিন্দু সংঘর্ষ সমিতির এক বিশাল প্রতিবাদকারী দল আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে আক্রমণ ও সহিংস বিক্ষোভ করেছে। এতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত করা যাচ্ছে যে, প্রতিবাদকারীরা পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান গেট ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হয়। এর মধ্যে, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তারা পতাকা স্তম্ভ ভেঙে বাংলাদেশ জাতীয় পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের ভিতরে সম্পত্তির ক্ষতিসাধন করেছে। দুর্ভাগ্যবশত, স্থানীয় পুলিশ কর্মকর্তারা যারা প্রাঙ্গণের সুরক্ষা তদারকি করছিলেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। সহকারী হাইকমিশনের সকল সদস্য গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার আরও উল্লেখ করতে চায় যে, বাংলাদেশ সরকারের এ ধরনের একটি কূটনৈতিক মিশনে আক্রমণ এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা আগের এক সহিংস প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ঘটেছে, যা ২৮ নভেম্বর ২০২৪ কলকাতায় ঘটেছিল। আগরতলায় এই বিশেষ আক্রমণ কূটনৈতিক মিশনের অক্ষুণ্ণতা ও অবাধে নিরাপত্তা প্রদান সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, ১৯৬১ এর লঙ্ঘন। যেহেতু কোনো কূটনৈতিক মিশনের সুরক্ষা নিশ্চিত করা হোস্ট সরকারের দায়িত্ব, বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ্বান জানাচ্ছে যে তারা দ্রুত এই ঘটনার সমাধান, পূর্ণাঙ্গ তদন্ত এবং বাংলাদেশ কূটনৈতিক মিশনের ওপর ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতার ঘটনা রোধের জন্য যথাযথ ব্যবস্থা নিক। পাশাপাশি, বাংলাদেশ সরকারের কূটনৈতিক সদস্যদের, অ-ডিপ্লোম্যাটিক কর্মীদের এবং তাদের পরিবারের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্যও পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগরতলায় হাইকমিশনে হামলায় ক্ষুব্ধ বাংলাদেশ, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

আপডেট সময় : ০৯:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তসহ দেশটিতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি ভারতকে স্মরণও করিয়ে দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার গভীর ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, ২ ডিসেম্বর আগরতলা শহরের হিন্দু সংঘর্ষ সমিতির এক বিশাল প্রতিবাদকারী দল আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে আক্রমণ ও সহিংস বিক্ষোভ করেছে। এতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত করা যাচ্ছে যে, প্রতিবাদকারীরা পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান গেট ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হয়। এর মধ্যে, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তারা পতাকা স্তম্ভ ভেঙে বাংলাদেশ জাতীয় পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের ভিতরে সম্পত্তির ক্ষতিসাধন করেছে। দুর্ভাগ্যবশত, স্থানীয় পুলিশ কর্মকর্তারা যারা প্রাঙ্গণের সুরক্ষা তদারকি করছিলেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। সহকারী হাইকমিশনের সকল সদস্য গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার আরও উল্লেখ করতে চায় যে, বাংলাদেশ সরকারের এ ধরনের একটি কূটনৈতিক মিশনে আক্রমণ এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা আগের এক সহিংস প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ঘটেছে, যা ২৮ নভেম্বর ২০২৪ কলকাতায় ঘটেছিল। আগরতলায় এই বিশেষ আক্রমণ কূটনৈতিক মিশনের অক্ষুণ্ণতা ও অবাধে নিরাপত্তা প্রদান সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, ১৯৬১ এর লঙ্ঘন। যেহেতু কোনো কূটনৈতিক মিশনের সুরক্ষা নিশ্চিত করা হোস্ট সরকারের দায়িত্ব, বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ্বান জানাচ্ছে যে তারা দ্রুত এই ঘটনার সমাধান, পূর্ণাঙ্গ তদন্ত এবং বাংলাদেশ কূটনৈতিক মিশনের ওপর ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতার ঘটনা রোধের জন্য যথাযথ ব্যবস্থা নিক। পাশাপাশি, বাংলাদেশ সরকারের কূটনৈতিক সদস্যদের, অ-ডিপ্লোম্যাটিক কর্মীদের এবং তাদের পরিবারের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্যও পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।