নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক দেশে করোনায় ১০০জনের বেশি লোক মারা যাচ্ছে। দৈনিক শনাক্ত হচ্ছে সাত থেকে ১১ হাজার পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে বর্তমানে পঞ্চাশোর্ধ্ব মানুষ বেশি আক্রান্ত ও মারা যাচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘প্রতিটি মৃত্যুই আমাদের বেদনার্ত করে। এসব মৃত্যু থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে এই মৃত্যু, এই বেদনা মূল্যহীন ও অর্থহীন হয়ে যাবে।’
নাজমুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা একশর উপরে। গত ৩০ জুন দেশে ১১৫ জন মৃত্যুবরণ করেছিল। এরপর প্রতিদিনই একশর ওপরে আছে মৃত্যুর সংখ্যা। গতকাল ৬ জুলাই এসে তা ১৬৩ জনে পৌঁছেছে। এর আগের দিন (৫ জুলাই) মারা গেছে ১৬৪ জন। সবমিলিয়ে গতকাল পর্যন্ত দেশে ১৫ হাজার ৩৯২ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, গত ৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত মৃতের যে সংখ্যাটি আমরা দেখি, সেখানে ষাটোর্ধ্ব যারা আছেন তারাই বেশি। সেদিন আমরা ষাটোর্ধ্ব ৯১টি মূল্যবান প্রাণ ঝরে যেতে দেখেছি। সেখানে পঞ্চাশোর্ধ্ব ছিলেন ৩০ জন। সব মিলিয়ে ৫০ বছর থেকে ষাটোর্ধ্ব যারা আছেন, তারাই করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুবরণ করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, ঘরে বয়স্কদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের যারা যুবক রয়েছে তাদের। সুতরাং যুবকদেরও আমাদের রক্ষা করতে হবে। তা না হলে যুবকদের মাধ্যমে বয়স্করা আক্রান্ত হবেন।
আক্রান্ত ও মৃত্যুদের বেশিরভাগ পঞ্চাশোর্ধ্ব
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ