নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ঘুড়ি ওড়াতে গিয়ে পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান। ১২ বছর বয়সী এই কিশোরের নাম মো. কাউসার; তার বাবা আহম্মদ ওই পাঁচতলা ভবনের নিরাপত্তা প্রহরীরর কাজ করেন, পরিবার নিয়ে সেখানেই তিনি থাকেন। আহম্মদের বরাত দিয়ে পরিদর্শক বাচ্চু জানান, সকালে ছাদে উঠে ঘুড়ি ওড়াচ্ছিল কাউসার। এক সময় অসাবধানে লিফটের জন্য রাখা খালি জায়গার ফাঁক দিয়ে সে নিচে পড়ে যায়। আহত কাউসারকে প্রথমে মাতুয়াইল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জনপ্রিয় সংবাদ