ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

আকাশে ইউএফও’র অস্তিত্ব খুঁজে পেয়েছেন মার্কিন গবেষকরা

  • আপডেট সময় : ০২:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর বাইরে ভিনগ্রহে কোনও প্রাণী আছে কি না সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা। তারই ধারবাহিকতায় পৃথিবীর আকাশে বিভিন্ন ধরনের ‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ বা ইউএফও’র অস্তিত্ব খুঁজে পেয়েছেন মার্কিন গবেষকরা। এ নিয়ে জনসমক্ষে শুনানি করেছে মার্কিন কংগ্রেস।
‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ বা ইউএফও নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। মানুষের আগ্রহ ছাপিয়ে জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার কথা ভেবে প্রথমবারের মতো ইউএফও নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানি হয়েছে। শুনানিতে উঠে আসে, গত ২০ বছরে আগের তুলনায় বেশি ইউএফও দেখা যাওয়ার তথ্য। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২ হাজার সাল থেকে সামরিক ঘাঁটি বা প্রশিক্ষণ কেন্দ্রের উপর বেশি ইউএফও দেখা গিয়েছে। তবে এতে ভিনগ্রহীদের কোনও যোগ রয়েছে কি না, সেই বিষয়ে প্রমাণ নেই। গবেষকদের ধারণা, শত্রুপক্ষের ড্রোনও হতে পারে এসব ইউএফও। শুনানিতে অংশ নেন মার্কিন নেভাল ইন্টেলিজেন্সের ডেপুটি ডিরেক্টর স্কট ব্রে। যার ওপর দায়িত্ব ছিলো ইউএফওগুলো পর্যবেক্ষণ করার। ইউএফওগুলো আসলে কী, তা এখনও নিশ্চিত নন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ব্রে। ২০২১ এর জুনে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ভিনগ্রহীদের অস্তিত্বের কোনও প্রমাণ মেলেনি। ইউএফও দেখা নিয়ে বহু দশক ধরে মার্কিন সরকারের গোপনীয়তা রয়েছে। তার সঙ্গে মানুষের কল্পনা শক্তিও যোগ হয়েছে। তাই এনিয়ে রয়েছে সীমাহীন রহস্য।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আকাশে ইউএফও’র অস্তিত্ব খুঁজে পেয়েছেন মার্কিন গবেষকরা

আপডেট সময় : ০২:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর বাইরে ভিনগ্রহে কোনও প্রাণী আছে কি না সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা। তারই ধারবাহিকতায় পৃথিবীর আকাশে বিভিন্ন ধরনের ‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ বা ইউএফও’র অস্তিত্ব খুঁজে পেয়েছেন মার্কিন গবেষকরা। এ নিয়ে জনসমক্ষে শুনানি করেছে মার্কিন কংগ্রেস।
‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ বা ইউএফও নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। মানুষের আগ্রহ ছাপিয়ে জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার কথা ভেবে প্রথমবারের মতো ইউএফও নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানি হয়েছে। শুনানিতে উঠে আসে, গত ২০ বছরে আগের তুলনায় বেশি ইউএফও দেখা যাওয়ার তথ্য। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২ হাজার সাল থেকে সামরিক ঘাঁটি বা প্রশিক্ষণ কেন্দ্রের উপর বেশি ইউএফও দেখা গিয়েছে। তবে এতে ভিনগ্রহীদের কোনও যোগ রয়েছে কি না, সেই বিষয়ে প্রমাণ নেই। গবেষকদের ধারণা, শত্রুপক্ষের ড্রোনও হতে পারে এসব ইউএফও। শুনানিতে অংশ নেন মার্কিন নেভাল ইন্টেলিজেন্সের ডেপুটি ডিরেক্টর স্কট ব্রে। যার ওপর দায়িত্ব ছিলো ইউএফওগুলো পর্যবেক্ষণ করার। ইউএফওগুলো আসলে কী, তা এখনও নিশ্চিত নন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ব্রে। ২০২১ এর জুনে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ভিনগ্রহীদের অস্তিত্বের কোনও প্রমাণ মেলেনি। ইউএফও দেখা নিয়ে বহু দশক ধরে মার্কিন সরকারের গোপনীয়তা রয়েছে। তার সঙ্গে মানুষের কল্পনা শক্তিও যোগ হয়েছে। তাই এনিয়ে রয়েছে সীমাহীন রহস্য।