ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিটের শুনানি ২৫ আগস্ট

  • আপডেট সময় : ০১:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দলটির নিবন্ধন বাতিল ও অন্তর্র্বতী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী রোববার (২৫ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির জন্য এই দিন ঠিক করেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। রিটকারী আরিফুর রহমান জানান, দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অর্ন্তর্বতী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর করতে, ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল, বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনা, যেসব প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার নামে সেগুলোর পরিবর্তন করা এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, পিএসসি’র চেয়ারম্যানসহ সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা এবং চলমান প্রশাসনের সব বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনওসহ বাংলাদেশ পুলিশের বিভাগীয় কমিশনার, এসপি, ওসি বদলি করতে ও বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনপূর্বক, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য এই রিট আবেদনটি দাখিল করা হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিটের শুনানি ২৫ আগস্ট

আপডেট সময় : ০১:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দলটির নিবন্ধন বাতিল ও অন্তর্র্বতী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী রোববার (২৫ আগস্ট) দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির জন্য এই দিন ঠিক করেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। রিটকারী আরিফুর রহমান জানান, দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অর্ন্তর্বতী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর করতে, ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল, বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনা, যেসব প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার নামে সেগুলোর পরিবর্তন করা এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, পিএসসি’র চেয়ারম্যানসহ সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা এবং চলমান প্রশাসনের সব বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনওসহ বাংলাদেশ পুলিশের বিভাগীয় কমিশনার, এসপি, ওসি বদলি করতে ও বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনপূর্বক, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য এই রিট আবেদনটি দাখিল করা হয়েছে।