ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
ইনোভিশনের জরিপের ফলাফল

আওয়ামী লীগের সমর্থন কী বাড়ছে?

  • আপডেট সময় : ০৩:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে ছয় মাসের ব্যবধানে ভোটারদের মনোভাবে সামান্য পরিবর্তনের ইংগিত এসেছে ভোট সামনে রেখে পরিচালিত এক জরিপে।

গত ২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়, তাতে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন ভোটার। দেশের ৬৪ জেলার ৫২১টি ওয়ার্ডে এ জরিপ পরিচালনা করে ইনোভিশন কনসাল্টিং।

‘জনগণের নির্বাচন ভাবনা’ জরিপের সেপ্টেম্বর পর্বের ফলাফলে দেখা যাচ্ছে, যারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নিয়েছেন এবং তা প্রকাশ করেছেন, তাদের ১৮ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছেন। গত মার্চে প্রথম পর্বের জরিপে এই হার ছিল ১৪ শতাংশ। অন্যদিকে কমেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে ভোট দিতে আগ্রহীর হার।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় আরকাইভস ভবনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল প্রকাশ করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারোয়ার। তিনি বলেন, মূলত আগামী নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে তা দেখার চেষ্টা করেছি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির নেতা শেখ হাসিনা।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই বিদেশে বা আত্মগোপনে আছেন। কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে গেছেন। আন্দোলন দমনে শত শত মানুষকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চলছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সব কার্যক্রম।

নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। ফলে বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা দলটির আপাতত নির্বাচন করার পথ বন্ধ।

রুবাইয়াত সারোয়ার বলেন, মোট ১০ হাজার ৪১৩ জন ভোটার সেপ্টেম্বরের ‘জনগণের নির্বাচন ভাবনা’ জরিপে অংশগ্রহণ করলেও তাদের মধ্যে ৫ হাজার ৬৭৩ জন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নিয়েছেন এবং তা জরিপের মধ্যে প্রকাশ করেছেন।

ফালেফলে দেখা যাচ্ছে, তাদের মধ্যে আওয়ামী লীগকে ভোট দিতে আগ্রহীদের হার বাড়লেও ভোটের মাঠে থাকা বেশিরভাগ দলের ক্ষেত্রে তা কমেছে। সমর্থনে সবচেয়ে এগিয়ে আছে বিএনপি, সেপ্টেম্বরের জরিপে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মার্চে এই হার ছিল একটু বেশি, ৪১ দশমিক ৭০ শতাংশ।

জামায়তে ইসলামীর ক্ষেত্রে এই হার মার্চের ৩১ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ৩০ দশমিক ৩০ শতাংশ হয়েছে।

আর এনসিপির ক্ষেত্রে ৫ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৪ দশমিক ১০ শতাংশ; জাতীয় পার্টির ক্ষেত্রে ১ শতাংশ থেকে দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যতিক্রম শুধু ইসলামী আন্দোলন। তাদের ভোট দিতে আগ্রহীর সংখ্যা মার্চের ২ দশমিক ৫০ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ১০ শতাংশ হয়েছে।
আগামী সরকার গঠনে সবচেয়ে যোগ্য দল কোনটি এমন প্রশ্নে ৩৯ দশমিক ১ শতাংশ উত্তরদাতা রায় দিয়েছেন বিএনপির পক্ষে। এছাড়া ১৭ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে, ২৮ দশমিক ১ শতাংশ জামায়াতকে, ৪ দশমিক ৯ শতাংশ এনসিপিকে এবং ১০ দশমিক ২ শতাংশ অন্যান্য দলের পক্ষে মত দিয়েছেন।

প্রশ্ন ছিল, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী নির্বাচন করতে না পারলে তাদের ভোট কোথায় যাবে। যারা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং মতামত প্রকাশ করেছে, তাদের ৪৫ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, সেই ভোট বিএনপি পাবে। এছাড়া ৩৩ দশমিক ৫ শতাংশ জামায়াত, ৪ দশমিক ৭ শতাংশ এনসিপি, ৩ দশমিক ৮ শতাংশ ইসলামী আন্দোলন এবং ২ দশমিক ১ শতাংশ জাতীয় পার্টির কথা বলেছেন। আওয়ামী লীগকে যারা সবচেয়ে উপযুক্ত মনে করেন, এমন ১ হাজার ৮৪০ জন ভোটারের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাদের বিচারে দ্বিতীয় উপযুক্ত দল কোনটি। সেখানে ৪৯ দশমিক ৫ শতাংশের রায় গেছে বিএনপির বাক্সে। ১৭ দশমিক ৯ শতাংশ জামায়াত, ৩ দশমিক ৪ শতাংশ এনসিপি, ১ দশমিক ২ শতাংশ ইসলামী আন্দোলন এবং ৮ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা জাতীয় পার্টিকে দ্বিতীয় উপযুক্ত দল মনে করার কথা বলেছেন। আর ১৭ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা কোনো দলকে দ্বিতীয় উপযুক্ত মনে করেন না।

ভোটের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষে রায় বেড়েছে, উল্টো ঘটেছে জামায়াতের ক্ষেত্রে। জেন জি ও নারীদের মধ্যে জামায়াতের সমর্থন বেশি। শিক্ষা বাড়ার সঙ্গে ভোটাররা মত দিয়েছেন জামায়াতের পক্ষে, উল্টো ঘটেছে বিএনপির বেলায়।

সেপ্টেম্বরের জরিপে দেখা গেছে, অধিকাংশ ভোটার ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই বাংলাদেশের ভালো সম্পর্ক চায়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার মত তুলনামূলকভাবে কম।

জরিপে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে জরিপে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে ৮ দশমিক ০ শতাংশ পাকিস্তানের সঙ্গে দূরত্ব চান। আর ভারতের সঙ্গে দূরত্ব চান ১৫ দশমিক ১০ শতাংশ। ভবিষ্যৎ সরকারের কাছে কী প্রত্যাশা–এই প্রশ্নে মার্চে সবচেয়ে বেশি ৭১ দশমিক ২ শতাংশ বলেছিলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দাবির কথা। সেপ্টেম্বরের জরিপে অংশগ্রহণকারীদের প্রাধিকার বদলে গেছে। সবচেয়ে বেশি ৫৭ দশমিক ৫ শতাংশ বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশার কথা।

এসি/সানা/আপ্র/২৪/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইনোভিশনের জরিপের ফলাফল

আওয়ামী লীগের সমর্থন কী বাড়ছে?

আপডেট সময় : ০৩:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে ছয় মাসের ব্যবধানে ভোটারদের মনোভাবে সামান্য পরিবর্তনের ইংগিত এসেছে ভোট সামনে রেখে পরিচালিত এক জরিপে।

গত ২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়, তাতে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন ভোটার। দেশের ৬৪ জেলার ৫২১টি ওয়ার্ডে এ জরিপ পরিচালনা করে ইনোভিশন কনসাল্টিং।

‘জনগণের নির্বাচন ভাবনা’ জরিপের সেপ্টেম্বর পর্বের ফলাফলে দেখা যাচ্ছে, যারা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নিয়েছেন এবং তা প্রকাশ করেছেন, তাদের ১৮ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছেন। গত মার্চে প্রথম পর্বের জরিপে এই হার ছিল ১৪ শতাংশ। অন্যদিকে কমেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে ভোট দিতে আগ্রহীর হার।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় আরকাইভস ভবনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল প্রকাশ করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারোয়ার। তিনি বলেন, মূলত আগামী নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে তা দেখার চেষ্টা করেছি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির নেতা শেখ হাসিনা।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই বিদেশে বা আত্মগোপনে আছেন। কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে গেছেন। আন্দোলন দমনে শত শত মানুষকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চলছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সব কার্যক্রম।

নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। ফলে বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা দলটির আপাতত নির্বাচন করার পথ বন্ধ।

রুবাইয়াত সারোয়ার বলেন, মোট ১০ হাজার ৪১৩ জন ভোটার সেপ্টেম্বরের ‘জনগণের নির্বাচন ভাবনা’ জরিপে অংশগ্রহণ করলেও তাদের মধ্যে ৫ হাজার ৬৭৩ জন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নিয়েছেন এবং তা জরিপের মধ্যে প্রকাশ করেছেন।

ফালেফলে দেখা যাচ্ছে, তাদের মধ্যে আওয়ামী লীগকে ভোট দিতে আগ্রহীদের হার বাড়লেও ভোটের মাঠে থাকা বেশিরভাগ দলের ক্ষেত্রে তা কমেছে। সমর্থনে সবচেয়ে এগিয়ে আছে বিএনপি, সেপ্টেম্বরের জরিপে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মার্চে এই হার ছিল একটু বেশি, ৪১ দশমিক ৭০ শতাংশ।

জামায়তে ইসলামীর ক্ষেত্রে এই হার মার্চের ৩১ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ৩০ দশমিক ৩০ শতাংশ হয়েছে।

আর এনসিপির ক্ষেত্রে ৫ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৪ দশমিক ১০ শতাংশ; জাতীয় পার্টির ক্ষেত্রে ১ শতাংশ থেকে দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যতিক্রম শুধু ইসলামী আন্দোলন। তাদের ভোট দিতে আগ্রহীর সংখ্যা মার্চের ২ দশমিক ৫০ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ১০ শতাংশ হয়েছে।
আগামী সরকার গঠনে সবচেয়ে যোগ্য দল কোনটি এমন প্রশ্নে ৩৯ দশমিক ১ শতাংশ উত্তরদাতা রায় দিয়েছেন বিএনপির পক্ষে। এছাড়া ১৭ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে, ২৮ দশমিক ১ শতাংশ জামায়াতকে, ৪ দশমিক ৯ শতাংশ এনসিপিকে এবং ১০ দশমিক ২ শতাংশ অন্যান্য দলের পক্ষে মত দিয়েছেন।

প্রশ্ন ছিল, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী নির্বাচন করতে না পারলে তাদের ভোট কোথায় যাবে। যারা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং মতামত প্রকাশ করেছে, তাদের ৪৫ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, সেই ভোট বিএনপি পাবে। এছাড়া ৩৩ দশমিক ৫ শতাংশ জামায়াত, ৪ দশমিক ৭ শতাংশ এনসিপি, ৩ দশমিক ৮ শতাংশ ইসলামী আন্দোলন এবং ২ দশমিক ১ শতাংশ জাতীয় পার্টির কথা বলেছেন। আওয়ামী লীগকে যারা সবচেয়ে উপযুক্ত মনে করেন, এমন ১ হাজার ৮৪০ জন ভোটারের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাদের বিচারে দ্বিতীয় উপযুক্ত দল কোনটি। সেখানে ৪৯ দশমিক ৫ শতাংশের রায় গেছে বিএনপির বাক্সে। ১৭ দশমিক ৯ শতাংশ জামায়াত, ৩ দশমিক ৪ শতাংশ এনসিপি, ১ দশমিক ২ শতাংশ ইসলামী আন্দোলন এবং ৮ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা জাতীয় পার্টিকে দ্বিতীয় উপযুক্ত দল মনে করার কথা বলেছেন। আর ১৭ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা কোনো দলকে দ্বিতীয় উপযুক্ত মনে করেন না।

ভোটের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষে রায় বেড়েছে, উল্টো ঘটেছে জামায়াতের ক্ষেত্রে। জেন জি ও নারীদের মধ্যে জামায়াতের সমর্থন বেশি। শিক্ষা বাড়ার সঙ্গে ভোটাররা মত দিয়েছেন জামায়াতের পক্ষে, উল্টো ঘটেছে বিএনপির বেলায়।

সেপ্টেম্বরের জরিপে দেখা গেছে, অধিকাংশ ভোটার ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই বাংলাদেশের ভালো সম্পর্ক চায়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার মত তুলনামূলকভাবে কম।

জরিপে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় থেকে জরিপে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে ৮ দশমিক ০ শতাংশ পাকিস্তানের সঙ্গে দূরত্ব চান। আর ভারতের সঙ্গে দূরত্ব চান ১৫ দশমিক ১০ শতাংশ। ভবিষ্যৎ সরকারের কাছে কী প্রত্যাশা–এই প্রশ্নে মার্চে সবচেয়ে বেশি ৭১ দশমিক ২ শতাংশ বলেছিলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দাবির কথা। সেপ্টেম্বরের জরিপে অংশগ্রহণকারীদের প্রাধিকার বদলে গেছে। সবচেয়ে বেশি ৫৭ দশমিক ৫ শতাংশ বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশার কথা।

এসি/সানা/আপ্র/২৪/০৯/২০২৫