নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্নভাবে ফিরে আসতে চাইছে। আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন রুখে দিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে সোমবার (২৫ নভেম্বর) রাতে বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি আলোচনা সভা শেষে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কর্মসূচির অংশ হিসেবে ছাত্র সংগঠনগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে একতা ও সংহতির বার্তা পৌঁছে দেবে। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র পরিষদসহ ১৯টি ছাত্রসংগঠনের নেতারা সভায় অংশ নেন। গত কয়েকদিন ধরে ঢাকার কয়েকটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনার মধ্যে শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এমন কর্মসূচি হাতে নিলো। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই সেই বার্তা পৌঁছে দিবে। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে একতা ও সংহতির বার্তা পৌঁছে দেবে। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি ছাত্রসংগঠন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে জানিয়ে হাসনাত বলেন, কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসন করা যাবে না। গত তিনটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিতদের সম্পদ দ্রুততম সময়ের মধ্যে বাজেয়াপ্ত করতে হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্ট ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ : হাসনাত আব্দুল্লাহ
জনপ্রিয় সংবাদ