উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: আমরা উজিরপুরের সন্তান (আউস)-এর উদ্যোগে ১৫ রমজানে (১৬ মার্চ) বরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আউসের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক মো. শাহ আলম ডাকুয়া।
এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন আউসের অন্যতম সংগঠক ক্রীড়াবিদ আব্বাস আলী তালুকদার, সাংবাদিক ও লেখক মোঃ মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকারিয়া মাস্টার, প্রভাষক ও কবি মাহবুবুর রহমান এবং সমাজসেবক মোঃ জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির। এ সময় উপস্থিত ছিলেন আউসের সদস্য কামরুন নাহার লাকি, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম, প্রকাশনা সম্পাদক বিপ্লব হাজারী, গোলাম মোস্তফা আকাশ, রফিকুল ইসলাম হিমেল প্রমুখ।
বক্তারা প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় আউসের নেতারা “উজিরপুরে ইতিহাস ও ঐতিহ্য” নামে একটি পূর্ণাঙ্গ ইতিহাস রচনা, উজিরপুরের লোককথা সংগ্রহ করে লোকগ্রন্থ প্রকাশ ও উজিরপুরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করার পদক্ষেপ নেয়ার ঘোষণা করেন।
আজকের প্রত্যাশা/কেএমএএ