বিনোদন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে কমেডি ঘরানার ওয়েব ফিল্ম ‘কিস্তিমাত’। আসিফ জাহাঙ্গীর অর্ক পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। বিজ্ঞপ্তিতে নির্মাতা জানিয়েছেন, কনটেন্টটি মুক্তির পর থেকেই বেশ সাড়া পাচ্ছেন তিনি। অর্ক বলেন, “কিস্তিমাত দেখে অনেকে মন্তব্য করছেন যে সিনেমায় হাস্যরসের মাধ্যমে ইতিবাচক বার্তা পাচ্ছেন তারা।
“ অর্থ কষ্টে থাকা দুই বন্ধুর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘কিস্তিমাত’। গল্পে দেখা যাবে, ভাগ্য বদলের জন্য একটি গেইম শোতে তাদের অংশ নেয়াকে কেন্দ্র করে ঘটতে থাকে মজার মজার ঘটনা। এই ঘটনার পুরো এলাকাজুড়ে হুলস্থূল কাণ্ড লেগে যায়। গল্পের শেষে দুটি বার্তাও রয়েছে। পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক।
৪৭ মিনিটের ‘কিস্তিমাত’ এ প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাপস কুমার মৃধা, রচি রিচ। নির্মাতা অর্কের প্রথম ওয়েব ফিল্ম ‘কিস্তিমাত’। আইস্ক্রিনে বিনামূল্যে দেখা যাচ্ছে সিনেমাটি। অর্ক বলেন, “এই সিনেমায় অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী না থাকলেও যারা দেখছেন পছন্দ করছেন, মজা পাচ্ছেন। এখান থেকে নির্মাতা হিসেবেও উৎসাহিতও হচ্ছি। “যে কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে মানুষ আসলে হারে না, হয় জেতে না হয় শেখে। আরেকটি হচ্ছে, স্বপ্ন পূরণ না হওয়া মানেই জীবন শেষ নয়। বরং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে জীবনের পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাওয়া।”