বিনোদন ডেস্ক: দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে সুপারস্টার শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘দরদ’। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে সিনেমাটি দেখতে পারছেন আইস্ক্রিনের গ্রাহকরা! আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ৩৩টাকার বিনিময়ে ছবিটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দর্শকরা উপভোগ করতে পারবেন। মাই জিপি অ্যাপ ব্যবহার করেও আইস্ক্রিনে দেখা যাবে শাকিব-সোনাল অভিনীত অনন্য মামুনের এই ছবি।
শহরে একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের উপরে। সেই দুলু মিয়া হচ্ছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে। ১৪৯ মিনিট দৈর্ঘের এই সিনেমায় চারটি গান রয়েছে।
শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। আরো অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে। গেল ১৫ নভেম্বর দরদ বাংলাদেশসহ কয়েকটি দেশে মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি রেকর্ড পরিমাণে ওপেনিং দিয়েছিল।
আইস্ক্রিন কর্তৃপক্ষ জানায়, পছন্দের পেমেন্ট গেটওয়ে (নগদ, বিকাশ, ব্যাংক)-এর মাধ্যমে ৩৩ টাকা পেমেন্ট করে উপভোগ করা যাচ্ছে “দরদ”। ইন্ডিয়া-তে ৩০ রুপি এবং অন্যান্য দেশে ৯৯ সেন্টস রেন্ট পেমেন্ট এর মাধ্যমে “দরদ” দেখা যাবে। আইস্ক্রিনে শুধুমাত্র বাংলা ভাষায় ছবিটি দেখা যাচ্ছে। একটি রেন্ট পেমেন্ট-এর আওতায় ১৫ দিন পর্যন্ত দেখতে পাবেন দর্শক। এ দিয়ে ৪ টি আলাদা ডিভাইসে আইস্ক্রিনে উপভোগ করা যাবে। এই সিনেমা রেন্টটি আইস্ক্রিনের রেগুলার সাবস্ক্রিপশন প্ল্যান-এর অন্তর্ভুক্ত নয়।