ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

আইসিসির সেপ্টেম্বরের সেরা রিজওয়ান ও হারমানপ্রিত

  • আপডেট সময় : ১০:৪২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ব্যাট হাতে গত মাসে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোহাম্মদ রিজওয়ান। আইসিসির সেপ্টেম্বরের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের এই কিপার-ব্যাটসম্যান। গত মাসের পুরুষ ও নারী সেরা ক্রিকেটারের নাম সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে আইসিসি। মেয়েদের সেরা হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর। দেশটির প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন তিনি। পেছনে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ও স্বদেশী স্মৃতি মান্ধানাকে। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ভালো কাটেনি হারমানপ্রিতের। তিন ম্যাচে রান করতে পারেন মোটে ৪৯। তবে ওয়ানডে সিরিজে ইংলিশদের হারানোর পথে বড় অবদান রাখেন তিনি।
রিজওয়ানও মাস সেরা হলেন প্রথমবার। লড়াইয়ে তিনি পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ও ভারতের আকসার প্যাটেলকে। গত মাসে এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিংয়ের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও হাসে রিজওয়ানের ব্যাট। সেপ্টেম্বরে ১০ টি-টোয়েন্টি খেলে ৭টিতেই ফিফটি করেন তিনি। ৬৯.১২ গড়ে রান করেন ৫৫৩। তিনি মাস শুরু করেন এশিয়া কাপে হংকং বিপক্ষে অপরাজিত ৭৮ রানের ইনিংস দিয়ে। পরের ম্যাচে ভারতের বিপক্ষে করেন ৭১ রান। পরের দুই ম্যাচে তেমন ভালো করতে না পারলেও আরেকটি ফিফটি করেন তিনি ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সাত টি-টোয়েন্টির পাঁচটি হয় গত মাসে। যেখানে চার ম্যাচেই ফিফটি করেন রিজওয়ান। ৪-৩ ব্যবধানে দল সিরিজ হারলেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৬৩.২০ গড় ও ১৩৮.৬০ স্ট্রাইক রেটে রান করেন ৩১৬। ইংল্যান্ডের বিপক্ষে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে তিন ওয়ানডেতে হারমানপ্রিত রান করেন ২২১। জেতেন সিরিজ সেরার পুরস্কার। প্রথম ম্যাচে রান তাড়ায় ৭৪ রানের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরের ম্যাচটি জয়ের পথে ১৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে রাখেন সবচেয়ে বড় ভূমিকা। ২০২১ সালের জানুয়ারি থেকে আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হত্যার দায় এড়াতে পারি না, আমাদের ব্যর্থতা আছে

আইসিসির সেপ্টেম্বরের সেরা রিজওয়ান ও হারমানপ্রিত

আপডেট সময় : ১০:৪২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : ব্যাট হাতে গত মাসে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোহাম্মদ রিজওয়ান। আইসিসির সেপ্টেম্বরের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের এই কিপার-ব্যাটসম্যান। গত মাসের পুরুষ ও নারী সেরা ক্রিকেটারের নাম সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে আইসিসি। মেয়েদের সেরা হয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর। দেশটির প্রথম কোনো নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন তিনি। পেছনে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ও স্বদেশী স্মৃতি মান্ধানাকে। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ভালো কাটেনি হারমানপ্রিতের। তিন ম্যাচে রান করতে পারেন মোটে ৪৯। তবে ওয়ানডে সিরিজে ইংলিশদের হারানোর পথে বড় অবদান রাখেন তিনি।
রিজওয়ানও মাস সেরা হলেন প্রথমবার। লড়াইয়ে তিনি পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ও ভারতের আকসার প্যাটেলকে। গত মাসে এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিংয়ের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও হাসে রিজওয়ানের ব্যাট। সেপ্টেম্বরে ১০ টি-টোয়েন্টি খেলে ৭টিতেই ফিফটি করেন তিনি। ৬৯.১২ গড়ে রান করেন ৫৫৩। তিনি মাস শুরু করেন এশিয়া কাপে হংকং বিপক্ষে অপরাজিত ৭৮ রানের ইনিংস দিয়ে। পরের ম্যাচে ভারতের বিপক্ষে করেন ৭১ রান। পরের দুই ম্যাচে তেমন ভালো করতে না পারলেও আরেকটি ফিফটি করেন তিনি ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সাত টি-টোয়েন্টির পাঁচটি হয় গত মাসে। যেখানে চার ম্যাচেই ফিফটি করেন রিজওয়ান। ৪-৩ ব্যবধানে দল সিরিজ হারলেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৬৩.২০ গড় ও ১৩৮.৬০ স্ট্রাইক রেটে রান করেন ৩১৬। ইংল্যান্ডের বিপক্ষে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে তিন ওয়ানডেতে হারমানপ্রিত রান করেন ২২১। জেতেন সিরিজ সেরার পুরস্কার। প্রথম ম্যাচে রান তাড়ায় ৭৪ রানের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরের ম্যাচটি জয়ের পথে ১৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে রাখেন সবচেয়ে বড় ভূমিকা। ২০২১ সালের জানুয়ারি থেকে আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।