ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

আইসিসির শাস্তির কবলে খালেদ

  • আপডেট সময় : ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে রাখার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে এই শাস্তির কবলে পড়েছেন টাইগার পেসার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খালেদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। যেখানে বলা হয়েছে, পোর্ট এলিজাবেথে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের দিকে বল ছুঁড়ে মারেন খালেদ। আইসিসির ‘কোড অব কন্ডাক্টের’ লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এই পেসারের বিরুদ্ধে। কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে খালেদকে।
ঘটনা সদ্য সমাপ্ত পোর্ট এলিজাবেথ টেস্টে দ্বিতীয় দিনের। প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৯৫তম ওভারে বল করতে আসেন খালেদ। ওই ওভারের পঞ্চম বলটি ডিফেন্স করেন ব্যাটসম্যান কাইল ভেরেন। সঙ্গে সঙ্গেই সেই বল ধরে স্ট্রাইক প্রান্তে থাকা ভেরেনের দিকে ছুঁড়ে মারেন খালেদ, যা ব্যাটারের গ্লাভসে গিয়ে আঘাত করে। মাঠেই অবশ্য ভেরেনের কাছে ক্ষমা চেয়েছিলেন খালেদ। কিন্তু আইসিসির শাস্তি থেকে রেহাই মেলেনি। তবে ম্যাচ রেফারির কাছে এই ঘটনায় দায় স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে রনিল বিক্রমাসিংহে, অবস্থা স্থিতিশীল

আইসিসির শাস্তির কবলে খালেদ

আপডেট সময় : ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে রাখার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে এই শাস্তির কবলে পড়েছেন টাইগার পেসার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খালেদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। যেখানে বলা হয়েছে, পোর্ট এলিজাবেথে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের দিকে বল ছুঁড়ে মারেন খালেদ। আইসিসির ‘কোড অব কন্ডাক্টের’ লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এই পেসারের বিরুদ্ধে। কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে খালেদকে।
ঘটনা সদ্য সমাপ্ত পোর্ট এলিজাবেথ টেস্টে দ্বিতীয় দিনের। প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৯৫তম ওভারে বল করতে আসেন খালেদ। ওই ওভারের পঞ্চম বলটি ডিফেন্স করেন ব্যাটসম্যান কাইল ভেরেন। সঙ্গে সঙ্গেই সেই বল ধরে স্ট্রাইক প্রান্তে থাকা ভেরেনের দিকে ছুঁড়ে মারেন খালেদ, যা ব্যাটারের গ্লাভসে গিয়ে আঘাত করে। মাঠেই অবশ্য ভেরেনের কাছে ক্ষমা চেয়েছিলেন খালেদ। কিন্তু আইসিসির শাস্তি থেকে রেহাই মেলেনি। তবে ম্যাচ রেফারির কাছে এই ঘটনায় দায় স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।