ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তাইজুল

  • আপডেট সময় : ০৬:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরষ্কার পেলেন তাইজুল ইসলাম। আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাঁহাতি এই স্পিনার। নভেম্বর মাসের সেরার দৌড়ে তাইজুলের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার সিমন হারমার এবং পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ।

গত মাসে টেস্টে আইরিশদের স্পিন বিষে নীল করে সিরিজ সেরা হয়েছিলেন তাইজুল। ওই সিরিজেই ১৩ উইকেট নিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান ৩৩ বছর বয়সী স্পিনার। ৫৭ টেস্ট খেলে বরাবর ২৫০ উইকেট নেওয়া তাইজুল ১৪ টেস্ট কম খেলেই ছাড়িয়ে যান সাকিব আল হাসানকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাইজুল নেন ২ উইকেট। ইনিংস ব্যবধানে জয় পাওয়া বাংলাদেশের ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনটি। এরপর মিরপুরে দ্বিতীয় টেস্টে চার উইকেট করে দুই ইনিংসে তাইজুল ঝুলিতে পুরেন আরো আট উইকেট। বাংলাদেশের সিরিজ জয়ে বাঁহাতি এই স্পিনার ২৬.৩০ গড়ে নেন মোট ১৩ উইকেট।

নভেম্বর মাসের সেরা হওয়ার দৌড়ে তাইজুলের লড়াই আরেক সিরিজ সেরা সাইমন হারমার। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ২–০ টেস্ট সিরিজ জয়ের নায়ক অভিজ্ঞ এই অফ–স্পিনার। কলকাতা ও গুয়াহাটি টেস্ট মিলিয়ে ৮.৯৪ এর অবিশ্বাস্য গড়ে নিয়েছেন ১৭ উইকেট শিকার করেন প্রোটিয়া স্পিনার। ৩৬ বছর বয়সী এই স্পিনার প্রথম টেস্টে নেন আট উইকেট, আর দ্বিতীয় টেস্টে নেন আরও নয়টি উইকেট। পুরো সিরিজে বল হাতে ছড়ি ঘুরিয়ে সিরিজ সেরার পুরষ্কারও জিতে নেন তিনি।

মাসসেরার লড়াইয়ে অন্য জনও স্পিনার। পাকিস্তানের টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ জয়ের নায়ক বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বল হাতে ১০.২০ গড়ে নেওয়াজের মোট ১০টি উইকেট নেন, ইকোনোমি ৫.৬৬। তিন জাতির সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে মাত্র ১৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। দুর্দান্ত বোলিংয়ে প্লেয়ার অব দ্য সিরিজেও খেতাবও পান তিনি।

ওআ/আপ্র/০৫/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তাইজুল

আপডেট সময় : ০৬:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরষ্কার পেলেন তাইজুল ইসলাম। আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাঁহাতি এই স্পিনার। নভেম্বর মাসের সেরার দৌড়ে তাইজুলের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার সিমন হারমার এবং পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ।

গত মাসে টেস্টে আইরিশদের স্পিন বিষে নীল করে সিরিজ সেরা হয়েছিলেন তাইজুল। ওই সিরিজেই ১৩ উইকেট নিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান ৩৩ বছর বয়সী স্পিনার। ৫৭ টেস্ট খেলে বরাবর ২৫০ উইকেট নেওয়া তাইজুল ১৪ টেস্ট কম খেলেই ছাড়িয়ে যান সাকিব আল হাসানকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তাইজুল নেন ২ উইকেট। ইনিংস ব্যবধানে জয় পাওয়া বাংলাদেশের ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনটি। এরপর মিরপুরে দ্বিতীয় টেস্টে চার উইকেট করে দুই ইনিংসে তাইজুল ঝুলিতে পুরেন আরো আট উইকেট। বাংলাদেশের সিরিজ জয়ে বাঁহাতি এই স্পিনার ২৬.৩০ গড়ে নেন মোট ১৩ উইকেট।

নভেম্বর মাসের সেরা হওয়ার দৌড়ে তাইজুলের লড়াই আরেক সিরিজ সেরা সাইমন হারমার। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ২–০ টেস্ট সিরিজ জয়ের নায়ক অভিজ্ঞ এই অফ–স্পিনার। কলকাতা ও গুয়াহাটি টেস্ট মিলিয়ে ৮.৯৪ এর অবিশ্বাস্য গড়ে নিয়েছেন ১৭ উইকেট শিকার করেন প্রোটিয়া স্পিনার। ৩৬ বছর বয়সী এই স্পিনার প্রথম টেস্টে নেন আট উইকেট, আর দ্বিতীয় টেস্টে নেন আরও নয়টি উইকেট। পুরো সিরিজে বল হাতে ছড়ি ঘুরিয়ে সিরিজ সেরার পুরষ্কারও জিতে নেন তিনি।

মাসসেরার লড়াইয়ে অন্য জনও স্পিনার। পাকিস্তানের টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ জয়ের নায়ক বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বল হাতে ১০.২০ গড়ে নেওয়াজের মোট ১০টি উইকেট নেন, ইকোনোমি ৫.৬৬। তিন জাতির সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে মাত্র ১৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। দুর্দান্ত বোলিংয়ে প্লেয়ার অব দ্য সিরিজেও খেতাবও পান তিনি।

ওআ/আপ্র/০৫/১২/২০২৫